ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাঁচ মাস পর ক্লাবে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার, এবারের মৌসুম থেকে ফরাসী লীগে ব্যবহার হবে ভিএআর

চীন সফরে পিএসজির তাঁবুতে নেইমার

প্রকাশিত: ০৭:১৫, ৩ আগস্ট ২০১৮

চীন সফরে পিএসজির তাঁবুতে নেইমার

জাহিদুল আলম জয় ॥ ইনজুরি ও বিশ্বকাপ ফুটবলের পর অবশেষে ক্লাব দল প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) ফিরেছেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার বৃহস্পতিবার পিএসজির নতুন কোচ থমাস টাচেলের অধীনে প্রথম কোন প্রতিযোগিতামূলক ম্যাচকে সামনে রেখে চীন গেছেন। বিশ্বকাপে ফাউল নিয়ে মাত্রা ছাড়ানো অভিনয় করায় বেশ সমালোচিত হয়েছেন নেইমার। সাম্প্রতিক সময়ে এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেইমার এর ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলেও তাতে হীতে বিপরীত হয়েছে। এখন সমালোচনার মাত্রা আরও বেড়েছে। এরই মধ্যে লম্বা সময় পর পিএসজির সঙ্গে যোগ দিয়েছেন সেলেসাও তারকা। আগামী শনিবার চীনের শেনজেনে ট্রফি ডে চ্যাম্পিয়ন্সে লীগ ওয়ানের প্রতিদ্বন্দ্বী মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। গত ফেব্রুয়ারিতে মার্শেইয়ের বিপক্ষে পায়ের ইনজুরিতে পড়ার পর এই প্রথম পিএসজির হয়ে কোন ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন নেইমার। ইনজুরির কারণে ঘরোয়া মৌসুমের বাকি সময়টা মাঠের বাইরে ছিলেন। এমনকি বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। পরবর্তীতে অবশ্য সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে নেইমার ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়েছিলেন। বেলজিয়ামের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। রাশিয়া বিশ্বকাপে নেইমার দুই গোল করেন। পিএসজির পক্ষ থেকে নেইমারের দলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ছেলের দিকে ধেয়ে আসা অব্যাহত সমালোচনায় আর চুপ থাকতে পারেননি নেইমারের মা নাদিনে গঞ্জালেভস। পুত্রকে রক্ষায় এগিয়ে এসে একহাত নিয়েছেন সমালোচকদের প্রতি। সঙ্গে নেইমারকে দিয়েছেন সমালোচনা সামলানোর টোটকা। নেইমারের মা বলেন, হাতেগোনা কিছু লোক তোমাকে সত্যিকারের ভালবাসবে, আর তোমার মনে কি চলছে সেটা বুঝবে। আমাদের জীবনে বহুবার এমন সময় আসবে যখন আমরা আমাদের পছন্দমতো জীবনযাপন করতে পারব না। টুইটারে ছেলেকে উদ্দেশ করে এমনটাই লিখেছেন নাদিনে। ছেলেকে উদ্দেশ করে লিখলেও আদতে তা যে সমালোচকদের ধুয়ে দেয়া সেটা বুঝতে কষ্ট হওয়ার কথা নয় কারও। জিলেটের এক বিজ্ঞাপন ঘিরে তাকে নিয়ে চলতে থাকা সব সমালোচনার জবাব নিয়ে হাজির হয়েছিলেন নেইমারও। তখন তিনি বলেছিলেন, আপনারা মনে করতে পারেন আমি বাড়াবাড়ি করি। কখনও কখনও হয়ত তাই করি। কিন্তু সত্যি কথা বলতে মাঠে আমাকে খুব ভুগতে হয়। চীন সফর শেষ করে ফ্রান্সে ফিরবে পিএসজি। এরপর প্রস্তুতি শুরু হবে ফরাসী লীগ ওয়ানের নতুন মৌসুম নিয়ে। ২০১৮-১৯ মৌসুম থেকেই লীগ ওয়ানে যুক্ত হতে যাচ্ছে ভিডিও এ্যাসিসটেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। বিশ্বকাপে ব্যবহার হওয়া এই প্রযুক্তি নিজেদের লীগেও প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। গত ডিসেম্বরে ফরাসী লীগ ক্লাবগুলো ভোটের মাধ্যমে লীগ কাপ ও ফ্রেঞ্চ কাপের শেষের দিকের ম্যাচগুলোতে ভিএআর ব্যবহারের পক্ষে রায় দেয়। এবারের রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ভিএআর যেভাবে ব্যবহৃত হয়েছে সেভাবেই ফ্রান্সে ব্যবহার করা হবে। পুরো পদ্ধতিটি দু’জন ভিডিও অফিসিয়াল পরিচালনা করবে। তাদের সহায়তা করবেন এক বা দু’জন টেকনিশিয়ান্স। বিশ্বকাপে প্রতিটি ভিএআর সিদ্ধান্ত মস্কোর রিপ্লে সেন্টার থেকে পরিচালনা করা হয়েছে। ফ্রেঞ্চ কর্তারা বিষয়টি প্যারিস থেকে পরিচালনা করতে আগ্রহী। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধের আগে স্থায়ীভাবে প্যারিস থেকে প্রযুক্তি ব্যবহার করা সম্ভব নয় বলে জানা গেছে। আগামী ১০ আগস্ট মার্শেইতে লীগ ওয়ানের ম্যাচ দিয়ে মৌসুম শুরু হচ্ছে। সেখানকার স্টেডিয়ামে বিশেষ ভ্যান দিয়ে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে।
×