ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লেভানডোস্কি বিক্রির জন্য নয়, বেয়ার্নের সতর্কবার্তা

জুভেন্টাস ছেড়ে এসি মিলানে হিগুয়েইন

প্রকাশিত: ০৭:১৪, ৩ আগস্ট ২০১৮

জুভেন্টাস ছেড়ে এসি মিলানে হিগুয়েইন

জিএম মোস্তফা ॥ বেয়ার্ন মিউনিখের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি রয়েছে রবার্ট লেভানডোস্কির। কিন্তু তার আগেই জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের ছেড়ে নতুন কোথাও ঠিকানা গড়ার আগ্রহ প্রকাশ করেন পোলিশ স্ট্রাইকারের প্রতিনিধি। এরপর থেকেই দুর্দান্ত পারফর্ম করা রবার্ট লেভানডোস্কিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে ইউরোপের শীর্ষ সারির ক্লাবগুলো। সেই তালিকায় সামনের দিকে এগিয়ে ছিল স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লীগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু লেভানডোস্কি বিক্রির জন্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বেয়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে। এ প্রসঙ্গে মিউনিখভিত্তিক সংবাদমাধ্যম টিজেটকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘সেরা মানের খেলোয়াড়দের জন্য আমাদের দরজা বন্ধ থাকে। তাদের আমরা বেয়ার্ন মিউনিখেই রেখে দিই। রবার্তোর (লেভানডোস্কি) সঙ্গে আমরা অন্যদেরকেও জানিয়ে দিতে চাই যে, বেয়ার্ন মিউনিখ সম্পূর্ণরূপে ভিন্ন ধরনের একটা ক্লাব। রবার্তোকে নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। এটা একদম পরিষ্কার যে তার পজিশনের খেলোয়াড় বর্তমান বিশ্বে খুব কমই রয়েছে যার সঙ্গে লেভানডোস্কির তুলনা করা যায়।’ এদিকে, সম্প্রতি ইতিহাস গড়ে রিয়াল মাদ্রিদ থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কিনে নেয় জুভেন্টাস। আর তাতেই যেন কপাল পুড়ে গঞ্জালো হিগুয়েইনের। সি আর সেভেনকে কেনার সপ্তাহ তিন পার হতে না হতেই যে জুভেন্টাস ছাড়তে হচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকারকে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুভেন্টাস ছেড়ে ধারে এসি মিলানে যেতে রাজি হয়েছেন হিগুয়েইন। লা গেজেত্তা ডেল্লো স্পোর্ট বলছে, এজন্য ১৮ মিলিয়ন ইউরো পাবে হিগুয়েইনের ক্লাব জুভেন্টাস। এক বছর পর দল বদল স্থায়ী করতে চাইলে আরও ৩৬ মিলিয়ন দিতে রাজি মিলান। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল জুভেন্টাস ছাড়তে পারেন হিগুয়েইন। রোনাল্ডো আসার পরই যেন বাস্তবতার মুখ দেখল তা। কিন্তু কেন তুরিন ছাড়তে হচ্ছে সাবেক রিয়াল মাদ্রিদের এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে? এর কারণটাও খুব সুস্পষ্ট। ২০১৬ সালে নিজেদের ক্লাব ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ পারিশ্রমিকের বিনিময়ে নেপোলি থেকে হিগুয়েইনকে কিনে নেয় জুভেন্টাস। রোনাল্ডোর আগ পর্যন্ত দলের সবচেয়ে দামী ফুটবলার হিগুয়েইন। কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোকে কিনে আনায় ব্যয় বেড়ে গেছে জুভেন্টাসের। তাই ব্যয় কমাতেই হিগুয়েইনকে ধারে মিলানে পাঠানোর পরিকল্পনা করেছে সিরি এ লীগটাকে একেবারেই নিজেদের বানিয়ে ফেলা তুরিনের ‘ওল্ড লেডি’ খ্যাত জুভেন্টাস। জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়ার পর মঙ্গলবার প্রথম অনুশীলন করেন রোনাল্ডো। এই অনুশীলনে সি আর সেভেনের সঙ্গে সাবেক সতীর্থ হিগুয়েইনকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। যা দেখে স্বস্তি পেয়েছিলেন অনেক সমর্থকই। অথচ পুরনো সম্পর্ক নতুন করে জোড়া লাগার আগেই বিচ্ছেদ ঘটতে চলেছে। এদিকে, রিয়াল ছাড়ার কারণ প্রসঙ্গে রোনাল্ডো জানিয়েছিলেন, নতুন চ্যালেঞ্জ নিতেই স্পেন ছেড়েছেন বলে জানান পর্তুগীজ সুপারস্টার। তবে সত্যিই কী নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার লক্ষ্য নিয়ে রিয়াল ছেড়েছেন তিনি? নাকি এর পেছনে ভিন্ন কান কারণ রয়েছে? ফুটবলপ্রেমীরা যখন এসবের প্রকৃত কারণ খুঁজছিলেন, ঠিক তখনই বোমা ফাটান রিয়াল মাদ্রিদেরই সাবেক তারকা ফুটবলার প্রেড্রাগ মিজাতোভিচ। ৪৯ বছর বয়সী মিজাতোভিচ বলেন, ‘এমন সিদ্ধান্ত রাগ করে নেয়া হয়নি। মনে হয়, এর পেছনে ক্রিস্টিয়ানো আর ফ্লোরেন্তিনোর মধ্যকার অদ্ভূত সম্পর্কই মূল কারণ। তাদের দুজনের মধ্যে কী হয়েছে সেটা হয়তো ঠিক আমি বলতে পারব না। কিন্তু বাইরে থেকে যা মনে হয়-এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়েই হয়েছে। যার শুরু হয়েছিল আরও আগে এবং ধীরে ধীরে সেটা পরিপূর্ণতা পেয়েছে এবং তারই ফলাফল রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ছাড়া।’ বার্নাব্যু ছাড়ার আগে প্রায় এক দশক মাদ্রিদে থাকার সময় অসাধারণ সব কীর্তি গড়েন রোনাল্ডো। লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে ৪৩৮ ম্যাচ খেলে ৪৫০ গোল করার অবিশ্বাস্য রেকর্ড গড়ে যান তিনি।
×