ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কম সময়ে ৬ হাজার টেস্ট রান ইংলিশ অধিনায়কের

রুটের আউটে কোহলির উদযাপন সমালোচিত

প্রকাশিত: ০৭:১৩, ৩ আগস্ট ২০১৮

রুটের আউটে কোহলির উদযাপন সমালোচিত

স্পোর্টস রিপোর্টার ॥ সবচেয়ে কম সময়ে টেস্টে ৬ হাজার রানের মাইলফক পেরিয়েছেন জো রুট। আর এজবাস্টন টেস্টে তিনিই ইংল্যান্ডের হয়ে এককভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন সফরকারী ভারতীয় বোলারদের বিপক্ষে। অবশ্য ইয়র্কশায়ারে তার সতীর্থ জনি বেয়ারস্টো তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন। কিন্তু বেয়ারস্টোর ভুলেই রানআউট হয়ে ৮০ রানে সাজঘরে ফিরতে হয় রুটকে। ভারতের বিপক্ষে ১২তম টেস্ট ছিল এটি রুটের যার সবগুলোতেই তিনি অন্তত একটি অর্ধশতক হাঁকিয়েছেন। আর এ ম্যাচে ৪০ রান করতেই সবচেয়ে কম সময়ে টেস্ট ইতিহাসে ৬ হাজার রান পূর্ণ করেন। সবমিলিয়ে তার ওপরে বেশ বিরক্তই ছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাই রুট আউট হওয়ার পর একটু ব্যতিক্রমী উদযাপন করেছেন তিনি এবং মন্তব্যও ছুড়ে দিয়েছেন। কোহলির এই মনোভাব মনঃপূত হয়নি অনেকেরই। তাই ভারতীয় অধিনায়কের উদযাপন প্রশ্নবিদ্ধই হয়েছে। ২০১২ সালের ডিসেম্বরে নাগপুরে স্বাগতিক ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল রুটের। ক্যারিয়ারের প্রথম টেস্ট ইনিংসেই ৭৩ রান করেছিলেন এ তরুণ। বর্তমানে ২৭ বছর বয়সী রুট ইংল্যান্ডের অধিনায়ক। ইংল্যান্ডের ঐতিহাসিক ১০০০তম টেস্টে তিনি ক্যারিয়ারের ৭০তম টেস্টে ১২৭ নম্বর ইনিংস খেলতে নামেন। তখন ৬ হাজার টেস্ট রান থেকে মাত্র ৪০ রান দূরে ছিলেন রুট। তবে ভারতের বিপক্ষে যে এ ম্যাচেই সেটি ছুঁয়ে ফেলবেন তা অনেকটা পরিসংখ্যানই নিশ্চয়তা দিচ্ছিল। কারণ, ভারতের বিপক্ষে আগের ১১ টেস্টের সবগুলোতেই অন্তত একটি অর্ধশতাধিক রানের স্কোর ছিল তার। এবার তিনি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে বাউন্ডারি মেরে সবচেয়ে কম সময়ে মাইলফলকটি স্পর্শ করেন। ৬ হাজার রান করতে রুটের লেগেছে ৫ বছর ২৩১ দিন। তার আগে সময়ের হিসাবে সবচেয়ে দ্রুততম এই ক্লাবের সদস্য হয়েছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক এ্যালিস্টার কুক। ইংলিশ ওপেনার ৬ হাজার রান করেছিলেন ৫ বছর ৩৩৯ দিনে। ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে তার এই রেকর্ডটি নিজের করে নিলেন রুট। এরপর অর্ধশতকও পূর্ণ করেন। ফলে ভারতের বিপক্ষে ১২তম টেস্টে ২০ ইনিংসে এটি তার নবম অর্ধশতক হয়ে যায়, আরও তিনটি আছে শতরান। অবশ্য, ইনিংসের হিসেবে দ্রুততম ৬ হাজার রানের রেকর্ড স্যার ডোনাল্ড (ডন) ব্র্যাডম্যানের। এই কিংবদন্তি মাত্র ৬৮ ইনিংসে পৌঁছেছিলেন এই জায়াগায়। যেখানে রুটের খেলতে হয়েছে ১২৭ ইনিংস। কম সময়ে দ্রুততম ৬ হাজার রানের তালিকার শীর্ষ দুইয়ে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানের থাকাটা শুধু পারফর্মেন্সের কারণেই নয়, বেশি টেস্ট ম্যাচ খেলাটাও ভূমিকা রেখেছে। অস্বীকার করার উপায় নেই, অন্য দেশের চেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পান রুট-কুকরা। প্রথম দেশ হিসেবে ১০০০তম টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড, এটাই তার প্রমাণ। রুট-বেয়ারস্টো চতুর্থ উইকেটে ১০৪ রানের দীর্ঘ জুটি গড়ে ভারতীয় দলের জন্য বিরক্তির কারণ হয়ে উঠেছিলেন। আর রুট তো নিয়মিতই ভারতীয়দের জন্য যন্ত্রণাদায়ক এক ব্যাটসম্যান। এ কারণেই বেয়ারস্টোর সঙ্গে ভুল বোঝাবুঝিতে যখন রুট রানআউট হলেন, দারুণ খুশি হয়েছেন ভারতীয় অধিনায়ক কোহলি। সেই আনন্দটা চাপা রাখতে পারেননি, উদযাপনটা একটু বেশিই করেছেন এবং ইশারায়ও কিছু বলেছেন রুটের দিকে চেয়ে। ইংলিশ অধিনায়কের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে আবার ঠোঁটে আঙ্গুল রেখে নিরবতার ভঙ্গি করেছেন কোহলি। বিষয়টি অনেকেই ভালভাবে নেননি। তবে ইংলিশ ওপেনার কিটন জেনিংস এ বিষয়ে কিছুটা সহিষ্ণু হয়ে বললেন, ‘তিনি উদযাপন করেছেন এবং বিষয়টা ঠিক আছে। যে যেভাবে চায় তেমন করে সবারই নিজস্ব ভঙ্গিতে উদযাপন করার অধিকার আছে।’ কিন্তু গত মাসেও কোহলি ওয়ানডে সিরিজে রুটের আউট হওয়ার পর বিদ্রƒপাত্মক উদযাপন করেছিলেন, সেজন্য এবার বেশ আলোচনায় জন্ম দিয়েছে বিষয়টি। তবে জেনিংসের মন্তব্যে সব চাপাই পড়ে গেল।
×