ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোলিংয়ে সন্তুষ্ট প্লেসিস, ম্যাথুস দুষছেন ফিল্ডিংকে

প্রকাশিত: ০৭:১৩, ৩ আগস্ট ২০১৮

বোলিংয়ে সন্তুষ্ট প্লেসিস, ম্যাথুস দুষছেন ফিল্ডিংকে

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই ওয়ানডে জিতে এখন তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ডাম্বুলায় প্রথম দুই ম্যাচেই সহজ জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতেও ৪ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা। এ দুটি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। সেজন্য অধিনায়ক ফাফ ডু প্লেসিস দলের বোলারদের পারফর্মেন্সে দারুণ তুষ্ট। কিন্তু স্বাগতিক শ্রীলঙ্কার অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস কোনভাবেই ব্যাটসম্যানদের নিয়ে খুশি হতে পারছেন না। এর চেয়েও তিনি অসন্তুষ্ট খেলোয়াড়দের ফিল্ডিংয়ে। পরাজয়ের পেছনে মিস ফিল্ডিংকেই দুষছেন তিনি। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৪ রানের সম্মানজনক সংগ্রহ গড়েছিল লঙ্কানরা। এর পেছনে অধিনায়ক ম্যাথুসের ১১১ বলে অপরাজিত ৭৯ ও নিরোশান ডিকভেলার ৭৮ বলে ৬৯ রানের ইনিংস দুটির বড় ভূমিকা ছিল। কিন্তু আর কোন ব্যাটসম্যান অবদান রাখতে পারেননি। এরপরও দলীয় সংগ্রহ নিয়ে সন্তুষ্টই ছিল ম্যাথুস। তবে এমন একটি স্কোর নিয়ে যেভাবে মাঠে ফিল্ডারদের তৎপরতা আশা করেছিলেন সেখানেই নিরাশ হতে হয়েছে তাকে। আকিলা ধনাঞ্জয়া তিনটি উইকেট নিলেও তিনি সহজ একটি ক্যাচ হাতছাড়া করেছিলেন। বাকিরাও ফিল্ডিংয়ে অনেক মিস করেছেন এবং বাজে ফিল্ডিংয়ের নজির দেখিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে ম্যাথুস বলেন, ‘আমরা কিছু উইকেট দ্রুত ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু এরপরও আমরা সবসময় ম্যাচে নিজেদের ধরে রেখেছিলাম। কিন্তু ব্যাট হাতে পুরোপুরি নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছি। দুর্ভাগ্যজনকভাবে, আমরা ফিল্ডিংয়ের সময় অনেক ক্যাচ নিতে পারিনি। এমন কিছু ক্যাচ ছিল যেগুলো অবশ্যই এমন একটি স্কোর করার পর ধরা অতীব প্রয়োজন।’ দলের বোলারদের কোন ভুল দেখছেন না ম্যাথুস। তিনি মনে করেন এমন স্কোর নিয়েও বোলাররা যথেষ্ট ভাল করেছেন, কিন্তু ফিল্ডারদের ভুলে ম্যাচ বেরিয়ে গেছে শ্রীলঙ্কার নিয়ন্ত্রণের বাইরে। ম্যাথুস আরও বলেন, ‘বোলাররা অবশ্যই বেশ ভাল করেছে। কিন্তু ফিল্ডাররা একটুও ভাল করতে পারেননি।’ অবশ্য সিরিজে এখনও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ আছে। এখন সব ভুলে সেদিকেই মনোযোগী হতে চান ম্যাথুস, ‘আমাদের এখন এসব দূরে রেখে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগী হওয়া প্রয়োজন। অবশ্যই কিছু ইতিবাচক বিষয় আছে এবং আমরা এখনও সিরিজে টিকে আছি। আমরা সেটা আরও ভালভাবেই থাকব যদি পরবর্তী ম্যাচে জিততে পারি।’ ম্যাথুসের কণ্ঠে আক্ষেপ থাকলেও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক প্লেসিসের কণ্ঠে তৃপ্তি। টানা দুই জয়ের পর অনেকটাই ভারমুক্ত তিনি। দলও বেশ ফুরফুরে মেজাজে আছে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যাওয়াতে। আর এ জয় দুটি এসেছে মূলত বোলারদের দারুণ পারফর্মেন্সে। এ বিষয়ে প্লেসিস বলেন, ‘চমৎকার বোলিং পারফর্মেন্স। মনে হয়েছিল শ্রীলঙ্কা ২৮০-৩০০ রান করবে। কিন্তু আমরা উইকেট নেয়া অব্যাহত রেখেছি। আমরা বারবারই তাদের এগিয়ে যাওয়াটাকে পেছন থেকে টেনে ধরতে পেরেছি। যদিও তাদের দুইজন সেট ব্যাটসম্যান ছিল, এরপরও বোলাররা দারুন নৈপুণ্য দেখিয়েছেন। পরিকল্পনার খুব ভাল ছিল এবং সবাই তার দারুণ প্রয়োগ ঘটিয়েছে পুরো ম্যাচে।’ লুঙ্গি এনগিডি ও ফেলুকোয়াও তিনটি উইকেট নিয়েছেন। তাবরেজ শামসি ও মুল্ডার একটি করে উইকেট পেলেও রান আটকে রেখেছিলেন। আর সেজন্যই বোলারদের নিয়ে বেশ খুশি প্লেসিস।
×