ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় ইংল্যান্ড

প্রকাশিত: ০৭:১৩, ৩ আগস্ট ২০১৮

২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপ ফুটবলের ১০০ বছরপূর্তি হবে ২০৩০ সালে। শত বছর পূর্তির বিশ্বকাপ দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও উরুগুয়েতে যৌথভাবে হওয়ার জোরালো সম্ভাবনা আছে। দেশ দুটি অনেক আগে থেকেই বিশ্বকাপ আয়োজন করার কথা ভাবছে। ২০১৩ সালে সর্বপ্রথম এমন ইচ্ছার কথা জানায় তারা। অবশেষে গত বছর যৌথভাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হতে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। এবার এই তালিকায় যুক্ত হয়েছে ইংল্যান্ডের নাম। দেশটির ফুটবলের প্রশাসনিক সংস্থা দ্য ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ) ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশ হতে প্রতিযোগিতায় নামার প্রস্তুতি নিচ্ছে। যদি তারা আয়োজক দেশ হতে পারে, তাহলে ১৯৯৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর এই প্রথম বড় কোন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে দেশটি। ইংল্যান্ড সর্বশেষ ১৯৬৬ সালে বিশ্বকাপ আয়োজন করে। আয়োজক দেশ হওয়ার অনুমতি পাওয়া ইংল্যান্ডের জন্য সহজ হবে না। কারণ আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়ে যৌথভাবে আয়োজক দেশ হতে প্রতিযোগিতায় নামার ঘোষণা দিয়েছে। এছাড়া মরক্কোও চেষ্টা করছে। ইংল্যান্ড ২০১৮ সালের বিশ্বকাপও আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তারা প্রতিযোগিতায় রাশিয়ার কাছে হেরে যায়। এফএ চেয়ারম্যান গ্রেইগ ক্লার্ক বলেছেন, গত মাসে এফএ বোর্ড ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশ হতে লড়াইয়ে নামার বিষয়ে একমত হয়েছে। নতুন মৌসুমে এ বিষয়ে প্রস্তুতি নেয়া হবে। উল্লেখ্য, আয়োজক দেশ হওয়ার নিলামে অংশ নিতে হলে উয়েফা থেকে ইংল্যান্ডকে মনোনয়ন নিতে হবে। দীর্ঘদিন ধরেই দক্ষিণ আমেরিকার প্রতিবেশী দুই দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছিল। দু’দেশই দুইবার করে বিশ্বকাপের শিরোপা জয় করেছে। উরুগুয়ে বিশ্বকাপের উদ্বোধনী আসরের (১৯৩০) পর ১৯৫০ সালে দ্বিতীয়বার শিরোপা জয় করে। অপরদিকে ১৯৭৮ সালে নিজ দেশে বিশ্বকাপের শিরোপা জয় করা আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বচ্যাম্পিয়ন হয় মেক্সিকোতে অনুষ্ঠিত ১৯৮৬ আসরে। দক্ষিণ আমেরিকায় সর্বশেষ বিশ্বকাপের আসর বসেছিল ২০১৪ সালে ব্রাজিলে। যে কারণে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য তাদের এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। কারণ ওই আসরের আয়োজক হওয়ার জন্য ইতোমধ্যে মাঠে নেমেছে চীন। রাশিয়া বিশ্বকাপ শেষের পর ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে কাতার। ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডা জোট। ১৯৩০ সালে বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। বিশ্বকাপের অভিষেক আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। উরুগুয়ের মন্টেভিডিওতে ঐতিহাসিক ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিকরা। মাঠে উপস্থিত ৮০ হাজার দর্শক উরুগুয়ের বিজয়ের স্বাক্ষী হয়েছিলেন। বিশ্বকাপের শতবছর পূর্তি যজ্ঞকে স্মরণীয় করে রাখতে ফিফাও নাকি উরুগুয়ে ও আর্জেন্টিনায় ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের চিন্তাভাবনা করছে। কেননা প্রথম বিশ্বকাপের ফাইনাল খেলেছিল এই দুই দেশ। তাছাড়া স্বাগতিক ছিল উরুগুয়ে। এসব বিবেচনায় ফিফাও চাইছে আর্জেন্টিনা ও উরুগুয়েতে শতবর্ষ বিশ্বকাপ আয়োজন করতে।
×