ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা দুই জয়ে কোয়ার্টারে জোহানা কন্টা

প্রকাশিত: ০৭:১২, ৩ আগস্ট ২০১৮

টানা দুই জয়ে কোয়ার্টারে জোহানা কন্টা

স্পোর্টস রিপোর্টার ॥ সান জোসেতে চলছেই জোহানা কন্টার চমক। বুধবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও জয় পেয়েছেন তিনি। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা এদিন ৬-১ এবং ৬-৪ গেমে পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেননিকে। দ্বিতীয় পর্বের ম্যাচে এদিন জয়ের দেখা পেয়েছেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং বেলজিয়ামের এলিস মার্টেন্সও। স্ট্যানফোর্ড টুর্নামেন্টের প্রথম পর্বেই চমকে দিয়েছিলেন জোহানা কন্টা। গ্রেট ব্রিটেনের এক নম্বর খেলোয়াড় সেদিন হারিয়ে দেন সেরেনা উইলিয়ামসকে। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় পর্বে কোর্টে নেমেছিলেন তিনি। এদিনও প্রতিপক্ষ ছিলেন সেরেনা উইলিয়ামসের স্বদেশী সোফিয়া কেনিন। কিন্তু অবাছাই হিসেবে খেলতে নামা কন্টার কাছে এদিন পাত্তাই পাননি কেনিন। মাত্র ৭০ মিনিট লড়াই করেই প্রতিপক্ষকে হারিয়ে সান জোসের শেষ আটে জায়গা করে নেন টুর্নামেন্টের সাবেক এই চ্যাম্পিয়ন। টানা দুই জয়ে সান জোসের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটতে পেরে উচ্ছ্বসিত কন্টা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আজকের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকমের। ম্যাচটা যেন জিততে পারে সেজন্য সব ধরনের চেষ্টাই আমি করেছি। তার ফলও পেয়েছি আমি। পারফর্মেন্সের এই ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি থাকা ম্যাচগুলোতেও ধরে রাখতে চাই।’ ২০১৬ সালে স্ট্যানফোর্ড ওপেনের শিরোপা জিতেছিলেন জোহানা কন্টা। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ চার নম্বরে পৌঁছেছিলেন কন্টা। কিন্তু মাঝের সময়টা খুব বাজে পারফর্মেন্সের কারণে র‌্যাঙ্কিংয়ের ৪৮ নম্বরে ছিটকে পড়েন তিনি। তবে সান জোসেতে যেভাবে খেলছেন নিঃসন্দেহে নিজেকে আবারও বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোতে নিয়ে আসবেন গ্রেট ব্রিটেনের এই নাম্বার ওয়ান খেলোয়াড়। তবে কন্টার চোখ এখন শেষ আটে। যেখানে তার প্রতিপক্ষ এলিস মার্টেন্স। দ্বিতীয় পর্বের ম্যাচে বেলজিয়ামের এই খেলোয়াড় ৬-২ এবং ৬-০ গেমে পরাজিত করেন আমেরিকার ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে আসা এ্যাশলে ক্রাতজারকে। যে কারণেই শেষ আটে কন্টা-মার্টেন্সের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করেন টেনিসপ্রেমীরা। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে মার্টেন্সের প্রশংসায় পঞ্চমুখ কন্টা। এ বিষয়ে তিনি বলেন, ‘মার্টেন্স অনেক বড় মাপের খেলোয়াড়। অসাধারণ ভাল খেলছে সে। এ মৌসুমে ধারাবাহিক পারফর্ম করছে, যা টেনিস খেলোয়াড়দের জন্য অনেক কঠিন কাজ। যে কারণেই চলতি বছরে একজন দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়ের বিপক্ষেই লড়াই করতে যাচ্ছি আমি। তার বিপক্ষে আমি সত্যিই নিজের সেরা খেলাটা উপহার দিতে চাই।’ এদিন দারুণ জয়ে সান জোসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিন ৬-১ এবং ৬-০ গেমে পরাজিত করেন রাশিয়ার আনা ব্লিঙ্কোভাকে। অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন আজারেঙ্কা। কিন্তু সেই ফর্ম আর ধরে রাখতে পারেননি তিনি। বিশেষ করে সন্তান জন্মদান ও পারিবারিক ঝামেলার কারণে গত কয়েকটা বছর বেশ বাজে কেটেছে তার। তবে সেইসব বাধা-বিপত্তি অতিক্রম করে আবারও স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন বেলারুশ সুন্দরী। সান জোসের এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলে কোলিন্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তিনি কঠিন লড়াইয়ের পর ৬-১, ৩-৬ এবং ৬-১ গেমে পরাজিত করেন ভিক্টোরিয়া আজারেঙ্কারই স্বদেশী ভেরা লাপকোকে। এদিকে, বুধবার স্ট্যানফোর্ড টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্পেনের গারবিন মুগুরুজাও। মূলত ডান হাতের ইনজুরির কারণেই নিজেকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে নেন শীর্ষ বাছাই মুগুরুজা। এর ফলে ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকির পর আরও এক বড় তারকাকে হারাল স্ট্যানফোর্ড টুর্নামেন্ট।
×