ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৩ দিন পর কক্সবাজারে জাতিসংঘ কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৩, ৩ আগস্ট ২০১৮

নিখোঁজের ৩ দিন পর কক্সবাজারে জাতিসংঘ কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টানা তিন দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার কক্সবাজারে নিয়োজিত জাতিসংঘের কর্মকর্তা ইথিওপিয়ার নাগরিক সোলিমান মুলাটার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিন দুপুর ১টায় মহেশখালীর সোনাদিয়া পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে জেলেরা। তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সুরক্ষা কর্মকর্তা। মুলাটা কক্সবাজারের কলাতলিতে মেঘালয় নামের একটি আবাসিক হোটেলে থাকতেন। সোমবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে যাবার জন্য বের হয়ে আর ফিরে আসেননি তিনি। তার নিখোঁজের বিষয়ে ইউএনএইচসিআর’র পক্ষ থেকে কক্সবাজার সদর থানাকে অবহিত করলে পুলিশ তৎপরতা শুরু করে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অফরুজুল হক টুটুল জানিয়েছেন, মহেশখালীর সোনাদিয়ার পূর্বপাড়া সাগর পয়েন্টে জেলেদের জালে একটি লাশ আটকা পড়ে। বৃহস্পতিবার সকালে চরে আটকা পড়া লাশটি জেলেরা উদ্ধার করে কূলে নিয়ে আসে। মরদেহটি বিকৃত হয়ে গেছে। মরদেহের গায়ে পোশাক, পকেটে ডলার এবং ১০ হাজার টাকাসহ একটি কার্ড এবং কিছু কাগজপত্র দেখা গেছে। মরদেহের পকেটে পাওয়া কার্ডটির জাতিসংঘের কর্মকর্তা মুলাটার বলে নিশ্চিত হওয়া গেছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জনকণ্ঠকে জানান, মহেশখালী সোনাদিয়া চ্যানেলে সাগরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেছে। মরদেহটি ইউএনএইচসিআরের নিখোঁজ ওই কর্মকর্তা বলে শনাক্ত করেন তার সহকর্মীরা। দুই এনজিও কর্মকর্তা আটক ॥ জাতিসংঘ কর্মকর্তা ইথুওপিয়ার নাগরিক সোলিমান মুলাটার লাশ উদ্ধারের ঘটনায় এনজিওর দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এদের একজন হলেন সোলিমান মুলাটার গার্লফ্রেন্ড জাফরিন আফসারি, অন্যজন হলেন তার স্বামী রুবায়েত চৌধুরী রবিন। জাফরিন আফসারি জাতিসংঘের নারীবিষয়ক সংস্থার পর্যবেক্ষণ কর্মকর্তা হিসেবে কক্সবাজারে কর্মরত এবং তার স্বামী রবিন ঢাকায় একটি এনজিওতে কর্মরত। বৃহস্পতিবার বিকেলে শহরের তারকামানের হোটেল ওশান প্যারাডাইস থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।
×