ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার শুনানি শেষ, আদেশ ৫ আগস্ট

প্রকাশিত: ০৬:৫২, ৩ আগস্ট ২০১৮

নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানি মামলার শুনানি শেষ, আদেশ ৫ আগস্ট

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২ আগস্ট ॥ স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি শেষ হয়েছে। আদেশের দিন আগামী ৫ আগস্ট ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল আহাদ শেখ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন নড়াইল জজকোর্টের পিপি এ্যাডভোকেট এমদাদুল ইসলাম এবং খালেদা জিয়ার পক্ষে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এর আগে গত ১৭ জুলাই দুপুরে সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন। ২ জুলাই খালেদা জিয়ার পক্ষে এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত ১৭ জুলাই আদেশের দিন ধার্য করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে নড়াইল সদর আদালতে মানহানি মামলা দায়ের করেন। ওই বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে বেগম খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন।
×