ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন আইফোনে ডুয়াল সিম ব্যবস্থা থাকতে পারে

প্রকাশিত: ০৬:৪১, ৩ আগস্ট ২০১৮

নতুন আইফোনে ডুয়াল সিম ব্যবস্থা থাকতে পারে

নতুন আইফোনে ডুয়াল সিম সমর্থন আনতে পারে এ্যাপল, এবার এমনটা ইঙ্গিত পাওয়া গেছে আইওএস ১২ বেটা সংস্করণেও। চলতি বছরের শুরুতেই আইফোনে ডুয়াল সিম সমর্থন নিয়ে গুজব শুরু হয়। এবার আইওএস ১২ বেটা সংস্করণ এই গুজবকে আরও জোরালো করেছে। সেপ্টেম্বরে ৬.৫ ইঞ্চি ওলেড পর্দার নতুন ‘আইফোন এক্স প্লাস’ উন্মোচন করতে পারে এ্যাপল। ধারণা করা হচ্ছে, নির্দিষ্ট কিছু অঞ্চলে এই আইফোনটিতেই ডুয়াল সিম সমর্থন আনবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার উন্মুক্ত করা হয়েছে আইওএস ১২ ডেভেলপার বেটা ৫। নতুন এই অপারেটিং সিস্টেমে পাওয়া গেছে ডুয়াল সিম সমর্থনের ইঙ্গিত। নতুন আইফোনে ডুয়াল সিমের জন্য আলাদা সিম ট্রে থাকবে বলেও জানানো হয়েছে। তাই ধারণা করা হচ্ছে ডুয়াল সিম সমর্থন একটি সিম ট্রে এবং ইসিম সমর্থনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। -অর্থনৈতিক রিপোর্টার
×