ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলাককে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের কাছে থাইল্যান্ডের অনুরোধ

প্রকাশিত: ০৬:৩৬, ৩ আগস্ট ২০১৮

ইংলাককে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের কাছে থাইল্যান্ডের অনুরোধ

থাইল্যান্ডের জান্তা সরকার সাবেক অপসারিত প্রধানমন্ত্রী ইংলাক সিনওয়াত্রাকে প্রত্যর্পণের জন্য ব্রিটেনের কাছে অনুরোধ করেছে। ৫ জুলাই থাই সরকার ব্রিটেনের কাছে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানায়। ২০১৪ সালে এক সামরিক অভ্যুাত্থানে ইংলাকের সরকারকে উৎখাত করা হয়। ধান বিষয়ক এক প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ২০১৭ সালের আগস্টে তিনি দেশ থেকে পালিয়ে যান। এর এক মাস পর ওই কর্মসূচীতে দুর্নীতি থামাতে ব্যর্থ হওয়ার অভিযোগে তার ৫ বছরের কারাদ- হয়। এএফপি। তবে তার সমর্থকরা এতে তার পরিবারকে রাজনীতির বাইরে রাখার জান্তা সরকারের কৌশল বলে নিন্দা করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় প্রথমে তিনি দুবাই যান এবং পরবর্তীতে লন্ডন। তবে গুজব ছড়িয়েছে যে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন।
×