ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় শিল্পীর ক্যানভাসে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবন

প্রকাশিত: ০৬:১৬, ৩ আগস্ট ২০১৮

শিল্পকলায় শিল্পীর ক্যানভাসে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবন

স্টাফ রিপোর্টার ॥ সকাল থেকেই সচল হয়েছে শিল্পীর ক্যানভাস। উদ্ভাসিত হয়েছে ক্ষুদ্র জাতিসত্তার বৈচিত্র্যময় সাংস্কৃতিক জীবন। চিত্রকলার আশ্রয়ে রূপায়িত হয়েছে দেশজুড়ে ছড়িয়ে থাকা ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনচিত্র। ৫০টি জাতিসত্তার পঞ্চাশ জন চিত্রকর এঁকেছেন সেসব ছবি। আর্টক্যাম্পে আঁকা কিছু দারুণ নজরকাড়া। একটি ছবিতে ঢোলের ওপর বারি দিয়ে শব্দতরঙ্গ তুলেছেন আদিবাসী এক পুরুষ। আর শব্দনিনাদ তোলা সেই তালের সঙ্গে পা মিলিয়ে নেচে যাচ্ছে চার রমণী। এভাবেই রঙে-রেখায় নানা আঙ্গিকে উপস্থাপিত হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আচার-অনুশীলনসহ জীবনের জয়গান। বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চিত্রিত হয়েছে এমন সময়। এদিন থেকেই শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে তিন দিনের আর্টক্যাম্প। আর্টক্যাম্পের উদ্বোধন করেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন আর্টক্যাম্পের প্রধান সমন্বয়কারী শিল্পী কনক চাঁপা চাকমা। বৈচিত্র্যপূর্ণ কৃষ্টি ও সংস্কৃতির এক অনুপম লীলাভূমি বাংলাদেশ। সেই সূত্রে ক্ষুদ্র জাতিসত্তার আচার অনুশীলন, জীবনচিত্র ও বিভিন্ন সুকুমারবৃত্তি এদেশের সংস্কৃতির তাৎপর্যপূর্ণ অংশ। দেশে প্রায় ৫০টি ক্ষুদ্র জাতিসত্তার বসবাস রয়েছে। সেসব জাতিগোষ্ঠীর অধিকাংশেরই রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমি। এ কর্মসূচী বাস্তবায়নের অংশ হিসেবে ২১ থেকে ২৩ জুলাই শিল্পকলা একাডেমি থেকে ৫০জন শিল্পী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অঞ্চল পরিদর্শন করেছে। তারা বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার আচার-অনুশীলন, সংস্কৃতি ও জীবনপদ্ধতি সম্পর্কিত সচিত্র তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ওপর নির্ভর করেই অনুষ্ঠিত হচ্ছে শনিবার পর্যন্ত চলমান এই আর্টক্যাম্প। চিত্রশালা প্লাজায় প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই আঁকাআঁকি। যেখানে ৫০টি জাতিসত্তার ৫০ জন শিল্পীর তুলিতে ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক জীবনের ওপরে ১৫০টি চিত্রকর্ম অংকিত হবে। পরবর্তীতে এই ক্যাম্পে আঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে। বের করা হবে ক্যাটালগ। ‘মাহাতো’ জাতিসত্তার জীবনচিত্র নিয়ে কাজ করেছেন শিল্পী মুম্বিনী দেওয়ান। তিনি বলেন, শিল্পকলা একাডেমির উদ্যোগে বিভিন্ন জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার কাছে গিয়ে বুঝতে পারলাম, বিভিন্ন দিক থেকে তারা পিছিয়ে আছে। তাদের বসতবাড়ি, বাড়ির আঙ্গিনায় পালিত প্রাণী-এসব নিয়েই এগিয়েছে আমার চিত্রপট। তিতাস চাকমা কাজ করছেন নাগদী সম্প্রদায়ের ওপর। তিনি বলেন, অনেক ক্ষুদ্র জাতিসত্তা প্রায় বিলুপ্ত। নাটোর জেলায় নাগদী সম্প্রদায়ের মাত্র তিনটি পরিবার পাওয়া গিয়েছে। কিছুদিন পর হয়তো তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো হারিয়ে যাবে। ভবিষ্যতে আমাদের এই কাজের মাধ্যমে তাদের সম্পর্কে সবাই জানতে পারবে। এ রকম বিলুপ্তপ্রায় জাতিসত্তা নিয়ে কাজ করতে গিয়ে অন্যরকম অনুভব তৈরি হয়েছে। উজানে মৃত্যু নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ॥ ঢাকার মঞ্চে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। নাট্যদল পালাকার মঞ্চে এনেছে নতুন প্রযোজনা ‘উজানে মৃত্যু’। সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা থেকে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। সন্ধ্যায় পৌনে সাতটায় প্রথম প্রদর্শনীর পর রাত আটটায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় প্রদর্শনী। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আজকের অনুষ্ঠান স্থগিত ॥ বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আজকের অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। পরবর্তী কোন সময়ে দুদিনের এই অনুষ্ঠানমালা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্থার সংগঠক মকবুল হোসেন মুকুল। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আজকের অনুষ্ঠান স্থগিত ॥ বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আজকের অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। পরবর্তী কোন সময়ে দুই দিনের এই অনুষ্ঠানমালা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্থার সংগঠক মকবুল হোসেন মুকুল। শোকের মাসে আসাফোর মাসব্যাপী কর্মসূচী ॥ শোকের মাস আগস্ট উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো) মাসব্যাপী সাংস্কৃতিক কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনটি বুধবার প্রথম প্রহরে ১৩টি ট্রাকযোগে নগরীর বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। এর আগে তারা সকাল নয়টায় সংসদের সামনে সমবেত হয়ে সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে যান। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে আসাফোর সভাপতি মো. সাইদুর রহমান সজলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
×