ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারী গাড়ি চালকদের মূল কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

প্রকাশিত: ০৬:১১, ৩ আগস্ট ২০১৮

সরকারী গাড়ি চালকদের মূল কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী গাড়ির চালকদের যাবতীয় মূল কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে কাগজপত্র যাচাইয়ের কাজ নিজেদের হাতে তুলে নেয়ার পরই এই নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সরকারী যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, চালকদের লিখিত ও মৌখিকভাবে বলে দেয়া হয়েছে গাড়ির মূল কাগজপত্র সঙ্গে রাখতে। তিনি বলেন, এখন তো পরিস্থিতি একটু ভিন্ন। ওদের (গাড়ি চালকদের) বলে দিয়েছি।
×