ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ ৩৯তম বিশেষ বিসিএস প্রিলি পরীক্ষা

প্রকাশিত: ০৬:১০, ৩ আগস্ট ২০১৮

আজ ৩৯তম বিশেষ বিসিএস প্রিলি পরীক্ষা

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শুক্রবারই ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেবে সরকারী কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার জানান, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। আজ শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। শিক্ষার্থীদের সড়ক অবরোধ এবং ঢাকায় গণপরিবহনের সঙ্কট থাকলেও ৩৯তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষার্থী কম হওয়ায় এই পরীক্ষা নেয়ায় কোন অসুবিধা দেখছেন না কমিশন প্রধান। এগুলোতে (শিক্ষার্থীদের কর্মসূচী) কোন অসুবিধা নেই। কারণ অনেক আগেই পরীক্ষার সূচী ঘোষণা করা হয়েছে। ৩৯ হাজার পরীক্ষার্থী। শুধু ঢাকায় পরীক্ষা হবে। বেশিরভাগ প্রার্থীই ঢাকার, কারণ ঢাকায় মেডিক্যাল কলেজ বেশি। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের এই পরীক্ষার মাধ্যমে ৪ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
×