ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাবালে নূরের মালিক ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:১০, ৩ আগস্ট ২০১৮

জাবালে নূরের মালিক ৭ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীতে গত রবিবার বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ঘাতক বাসের মালিক মোঃ শাহদাত হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম নূরু নাহার ইয়াসমিন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট জোনাল টিমের ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এ আসামিকে বুধবার গ্রেফতার করা হয়। মামলাটিতে ওই গাড়ির চালক মোঃ মাসুম বিল্লাহ (৩০) বর্তমানে ৭ দিনের রিমান্ডে রয়েছেন। এ ছাড়া এ মামলায় গ্রেফতার পরিবহন কর্মী মোঃ এনায়েত হোসেন (৩৮), মোঃ সোহাগ আলী, মোঃ রিপন হোসেন এবং মোঃ জোবায়ের কারাগারে রয়েছেন। আগামী ৬ আগস্ট এদের রিমান্ড শুনানির দিন ধার্য আছে। গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের ঢাকা মেট্রো-১১-৯২৯৭ নম্বরের বাস চালক মোঃ মাসুম বিল্লাহ ও আরও অজ্ঞাতনামা জাবালে নূর পরিবহনের কয়েকটি বাসের বেপরোয়া চালনায় দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নিহত হয়। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মিমের বাবা জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেছেন।
×