ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্যাংকের চেয়ারম্যান এমডিদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী

সাত দিনের মধ্যে ঋণের সুদহার এক ডিজিটে না নামালে ব্যবস্থা

প্রকাশিত: ০৬:০৭, ৩ আগস্ট ২০১৮

সাত দিনের মধ্যে ঋণের সুদহার এক ডিজিটে না নামালে ব্যবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাত দিনের মধ্যে ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনার নিদের্শনা কার্যকর না করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) সম্মেলন কক্ষে সরকারী-বেসরকারী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে ব্যাংক খাতের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ সংক্রান্ত বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির, অর্থ বিভাগের সচিব আবদুর রউফ চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. ইউনূসুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জানান, আগামী ৮ আগস্ট থেকে সঞ্চয়পত্রের সুদহার সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমানতের সুদহার ৬ শতাংশ এবং ঋণের সুদহার ৯ শতাংশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন। তবে এটা আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ ৯ আগস্ট থেকে সব ব্যাংককে কার্যকর করতে হবে। তবে কনজুমার ঋণ ও ক্রেডিট কার্ড লোনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের প্রায় অর্ধেক ব্যাংক আমানতে সুদহার ৬ শতাংশ এবং ঋণে সুদহার ৯ শতাংশ কার্যকর করেছে। আজকে সব ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা আগামী ৯ আগস্টের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ঋণের সুদের হার ৬ ও ৯ শতাংশ বাস্তবায়নে বেসরকারী ব্যাংকাররা কিছু সুবিধা চেয়েছিল, এ প্রসঙ্গে জানতে চাইলে মুহিত বলেন, তাদের তো সুবিধা দেয়া হয়েছে। সরকারী আমানতের ৫০ শতাংশ বেসরকারী ব্যাংকে রাখার অনুমোদন দেয়া হয়েছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যাংকিং সেক্টরে কোন তারল্য সঙ্কট নেই। যারা বলছেন, দেশে তারল্য সঙ্কট আছে, তারা ঠিক কথা বলছেন না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার ভিত্তিতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংক ঋণের সুদহার কমানোর উদ্যোগ গ্রহণ করে সরকার। দীর্ঘদিন ধরে দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ঋণের সুদহার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার জন্য দাবি জানিয়ে আসছিলেন। এছাড়া দেশের অর্থনীতিতে শিল্পবান্ধব পরিবেশ, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান ও আমদানি-রফতানি বাণিজ্য আরও গতিশীল করতে সুদহার কমাতে উদ্যোগ নেয় সরকার। সরকারের এই উদ্যোগে সাড়া দিয়ে গত ২০ জুন ঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার ঘোষণা দেয় বেসরকারী ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন-বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), যা গত ১ জুলাই থেকে কার্যকরের কথা। তবে সেদিন ব্যাংক হলিডে থাকায় ২ জুলাই থেকে কয়েকটি ব্যাংক এটি কার্যকর করে। সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় ॥ এছাড়া আগামী ৮ আগস্ট থেকে সঞ্চয়পত্রের সুদহার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এনইসি সম্মেলন কক্ষে দেশের ব্যাংকগুলোর চেয়ারম্যান ও এমডিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণত দুই-তিন বছর পর পরই আমরা সুদহার সমন্বয় করি। কিন্তু এবার একটু দেরি হয়েছে। বাজার রেটের তুলনায় সঞ্চয়পত্রে সুদহার অনেক বেশি। তাই আগামী ৮ আগস্ট এটা সমন্বয় করব। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন, বাজেটের পর সঞ্চয়পত্রে সুদের হার কমানো হবে। তিনি বলেন, সঞ্চয়পত্রের সুদহারের ক্ষেত্রে আমরা বাজার রেট থেকে ১ বা দেড় শতাংশ বেশি রাখতে চেষ্টা করি। কিন্তু এখন এটা অনেক বেশি হয়ে গেছে। সুতরাং অবশ্যই বাজেটের পর এটা কমানো হবে।
×