ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা নদীতে নৌকায় বাউল সঙ্গীত অনুষ্ঠান

প্রকাশিত: ০৭:৩৪, ২ আগস্ট ২০১৮

বুড়িগঙ্গা নদীতে নৌকায় বাউল সঙ্গীত অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘শিল্পের শহর ঢাকা’ কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বুড়িগঙ্গা নদীতে নৌকায় বাউল সঙ্গীত অনুষ্ঠান। ৩১ জুলাই একশত বাউল শিল্পী বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বুড়িগঙ্গা নদীতে নৌকায়, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও যাত্রীবাহী লঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। গত ২৬ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ‘শিল্পের শহর ঢাকা’ কার্যক্রমের শুভ সূচনা করা হয়। ‘শিল্পের শহর ঢাকা’-এর অনুপ্রেরণায় রয়েছে ঢাকা শহর এবং এর ৪০০ বছরের ইতিহাস। আজ এই শহরের পরিচিতি ‘মেগাসিটি’ হলেও নাগরিক নানা সঙ্কটে এ শহরের ঐতিহ্য মানুষ ভুলতে বসেছে। যানজটের চাপে এখানে মানবিক আবেগগুলো অনেকখানিই উপেক্ষিত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পরিকল্পনায় শহরবাসীকে তার পুরনো ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিতে এবং মানুষের মাঝে শিল্পের বোধ ছড়িয়ে দিতেই বছরজুড়ে ‘শিল্পের শহর ঢাকা’ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। গত ২৬-২৮ জুলাই এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ১৫ শিল্পীর পারফর্মেন্স আর্ট অনুষ্ঠিত হয়েছে।
×