ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুমাইয়া শিমু-রওনক হাসানের ‘চেহারা’

প্রকাশিত: ০৭:৩৩, ২ আগস্ট ২০১৮

সুমাইয়া শিমু-রওনক হাসানের ‘চেহারা’

স্টাফ রিপোর্টার ॥ আর টিভিতে আজ বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘চেহারা’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক, রওনক হাসান, সুমাইয়া শিমু, নাফিজা চৌধুরী নাফা, মীর শহীদ, রাশেদা রাখী, রবিন, সোহানা সীমা, খালেদ সোহান, নিথর মাহবুব প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন খালেদ সোহান। ‘চেহারা’ নাটকের গল্পে দেখা যাবে মাসফি ও কাজলের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়েও ঠিক হয়ে আছে। কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরাতে চায় আজরা নামে একজন। সেও মাসফিকে ভালবাসে। তবে সেটা আজরার তরফ থেকে একতরফা। কাজল বেশ বিনয়ী মেয়ে, যা দেখে মুগ্ধ হয় মাসফি। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের অনুষ্ঠান ও সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতে ঘটে বিপত্তি। কারণ কাজলের আচার-আচরণ পুরোই বিপরীতমুখী। কথা বার্তায় ও আগের মতো মিল নেই। মাসফি তার পরিবার বেশ বেকায়দায় পড়ে যায়। তাদের ধারণা এই মেয়েটি আসল কাজল নয়। কাজল রূপে অন্য কেউ। তাহলে আসল কাজল কে? এ ভাবেই চলতে থাকে ‘চেহারা’ নাটকের গল্প।
×