ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:২৬, ২ আগস্ট ২০১৮

টুকরো খবর

নাসা নভোচারী নাটালি! নভোচারীদের পোশাক, ছোট চুলের কাটিং এ যেন সত্যিকারের মহাকাশের আরোহী। এর উপর আবার সাদামাটা মেকআপ। সব মিলিয়ে যেন নাটালিকে চেনাটা মহামুশকিল।‘পেল ব্লু ডট’ নামের চলচ্চিত্রে নাটালি পোর্টম্যানকে দেখা যাবে নাসা নভোচারী লুসি কোলার চরিত্রে। ছবিটি নির্মিত হচ্ছে নাসা ক্যাপ্টেন লিসা নোবাকের প্রেমকাহিনী নিয়ে। নাটালি ছবিটিতে নাসার নভোচারী ক্যাপ্টেন হিসেবেই নিজেকে তুলে ধরবেন রুপালি পর্দায়। ছবিটি পরিচালনার দায়িত্বে থাকা নোয়া হোলি জানান, চলচ্চিত্রটির জন্য এর আগে বেছে নেয়া হয় রিজ উইদারস্পুনকে। চরিত্রটি করতে রিজ রাজি না হওয়ায় সে চরিত্রে দেখা যাবে পোর্টম্যানকে। অবাক করার কথা হলো এ ছবিটির মধ্যে দিয়েই পরিচালক হিসেবে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে নোয়া হোলির। এর আগে টিভি সিরিজ ফারগো ও লিজন করে নিজেকে বেশ পাকাপোক্ত করেছেন তিনি। ছবিটির গল্প লিসার একটি ঘটনাকে কেন্দ্র করে। প্রেম কাহিনীর এ ছবিটি বাস্তব একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। লিসা ২০০৭ সালে সাবেক প্রেমিক বিল ওফেলাইন ও তার প্রেমিকাকে ৯০০ মাইল রাস্তা গাড়ি চালিয়ে ধাওয়া করেছিলেন। ধাওয়া করার সময় তার নিকট ছিল আগ্নেয়াস্ত্র ও ছুরি। ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে। আলোচিত এ কাহিনিকে অবলম্বন করেই নির্মিত হতে চলেছে হলিউডের চমৎকার এক চলচ্চিত্র। জানা যায় জুন মাসেই ছবিটির শূটিং শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই শেষ হবে এর নির্মাণ কাজ। সব ঠিকাঠাক থাকলে ২০১৯ সালেই ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে। নাটালি পোর্টম্যান হলিউডের জনপ্রিয় এক মার্কিন অভিনেত্রী। এখন আমেরকিার অভিনেত্রী বললেও নাটালির জন্ম ইসরাইলে। ৯০ এর দশকে মডেল হিসেবে মিডিয়ায় তার পদচারণা। ১৯৮১ সালের ৯ জুন জন্ম নেয়া নাটালি চলচ্চিত্রে হাতেখড়ি হয় লেও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। ১৯৯৪ সাল ছবিটিতে প্রথম অভিনয় করার মাধ্যমে সিনেমা জগতে তার নাম লেখান। তবে সারাবিশ্বে জনপ্রিয় হয়ে উঠেন স্টার ওয়ারস ত্রয়ী- তে পাদমে আমিদালা চরিত্রের মধ্যে দিয়ে। ব্লাক সোয়ান ছবিতে অসাধারণ অভিনয় করার জন্য অর্জন করেন, গোল্ডেন গ্লোব এ্যাওয়ার্ড, একাডেমি এ্যাওয়ার্ড। ৪ বছর বয়সে নৃত্য শেখা শুরু করেন তিনি। বাল্যকাল থেকেই অভিনয়ের প্রতি বেশ আসক্ত ছিলেন হলিউডের এ সুপার হিরোয়িন। তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো, হিট, কোল্ড মাউন্টেইন, ক্লোজার, ব্লাক সোয়ানসহ বেশকিছু নামী-দামী চলচ্চিত্রে। ২০১২ সালে কোরিও গ্রাফার বেঞ্জামিন মিলেপিডকে বিয়ে করেন নাটালি পোর্টম্যান। সুখের সংসার জীবনে তার দুটি সন্তানও রয়েছে। ২০০৯ সালে ড্যারেন এ্যারনোফক্সির সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘দ্য ব্লাক সোয়ান’ ছবি এর সেটে বেঞ্জামিনের সঙ্গে প্রথম সাক্ষাত হয় তার। মজার ব্যাপার হলো ব্লাক সোয়ান ছবিটির জন্যই তিনি অস্কার জিতেন। ছোটবেলা থেকেই প্রতিবাদী স্বভাবের নাটালি পোর্টম্যান। কোথাও বৈষম্যের খবর পেলেই তিনি সেখানে হাজির প্রতিবাদ করার জন্য। সিনেমায় লিঙ্গ বৈষম্য, নারী-পুরুষের সমান পারিশ্রমিক পাওয়ার বিষয়টি নিয়েও তিনি প্রতিবাদের ঝড় তোলেন। তার মতে, ইন্ডাস্ট্রিতে লিঙ্গ বৈষম্য বেড়েই চলেছে। নারী তারকারা পুরুষ তারকাদের চেয়ে কম সুযোগ-সুবিধা পেয়ে থাকে। সেজন্য তিনি মনে করেন পারিশ্রমিকের ব্যাপারেও সবার সমান অধিকার নিশ্চিত করা জরুরী। এছাড়া কিছুদিন আগে ইসরাইল তাকে একটি এ্যাওয়ার্ড দেয়ার জন্য আমন্ত্রণ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। ফিলিস্তিনের ওপর নির্মম হামলা করার কারণে ইসরাইলের ওপর চটেছিলেন মার্কিন এ হলিউড অভিনেত্রী। শাকিবের নতুন সিনেমা ‘নাকাব’ বাংলাদেশের আলোচিত, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। দেশীয় চলচ্চিত্র মাতিয়ে তিনি এখন মাতাচ্ছেন কলকাতার চলচ্চিত্র জগত। ঈদ এলেই শাকিব খানের ছবি নিয়ে বেশ তোলপাড় শোনা যায় ভক্তদের মাঝে। সামনেই আসছে পবিত্র ঈদ-উল আযহা আর সব ঠিক-ঠাক থাকলে ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ভৌতিক ছবি ‘নাকাব’। এর আগে শাকিব খানকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও এবারই প্রথম ভিন্ন চরিত্রে অভিনয় করে মিডিয়া পাড়ায় বেশ তোলপাড় ফেলে দিয়েছেন শাকিব খান। গত ২৮ জুলাই কলকাতার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান (এসভিএফ) তাদের ইউটিউব চ্যানেলে একটি ট্রেলার আপলোড করে। ট্রেলারে শেষ দিকে ভূতের চরিত্রে দেখা যায় তাকে। মাত্র এক সেকেন্ডে দেখা যায় জলন্ত চোখ, লম্বা থুঁতনি ও দাঁত নিয়ে ভৌতিক চেহারার শাকিব খানের লুক। পুরো ট্রেলারটি ২ মিনিট ২৭ সেকেন্ডের। এমনকি দ্বৈত চরিত্রে দেখা যায় শাকিব খানকে। ছবির কাহিনীতে অদ্ভুত এক ক্ষমতা আছে শাকিব খানের মধ্যে। মৃত ব্যক্তির চলাফেরা খুব সহজেই তিনি দেখতে পারেন, কথাও বলতে পারেন, নিজেও মৃত মানুষের রূপ ধারণ করতে পারেন। ট্রলারে দেখা যায় শাকিব খানের সঙ্গে এক ভূতের দেখা হয়, যে জীবিত অবস্থায় দুজনকে মেরে ফেলে, তারা দেখতে হুবাহু তারই মতো! এদিকে পুলিশ খুনিকে ধরতে শাকিবের পেছনে ছুটে। মানুষ শাকিব ও নিজেকে নির্দোষ প্রমাণ করিতে মরিয়া হয়ে উঠে। এবং বারবারই ভূত শাকিব খানকে আইনের হাতে সোপর্দ করতে চায়। দুই শাকিব খানকে নিয়ে চলতে থাকে নানা ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করেই ছবিটিও এগিয়ে চলে। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় দুই নায়িকা সায়ন্তিকা এবং নুসরাত। এক সাক্ষাতকারে সাকিব বলেন, ‘পরিচালকের কাছ থেকে চরিত্র বুঝে নিয়ে ঠিকঠাক আমার দায়িত্ব পালন করছি। পরিচালকেরা ও আমাকে নিয়ে প্রতিনিয়ত নতুন ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী। আমিও আনন্দ নিয়ে নতুন ভাবনার ছবিগুলোতে অভিনয়ের চেষ্টা করছি। দর্শকরা আনন্দ পেলেই ভাল লাগবে।’ শ্রীকান্ত মোহতা নিবেদিত, রাজিব কুমার পরিচালিত ছবিটি ২৪ আগস্ট মুক্তি পাবে। নবেম্বরেই বিয়ে দীপিকা-রণবীরের! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউড পাড়ায় আবার একটি বিবাহ বন্ধনের খবর নিশ্চিত হতে যাচ্ছে। এ নিয়ে মিডিয়াপাড়া বেশ উত্তাল। তারকাদের বিয়ে বলে কথা কখন কোথায় কোন তারকা কি বলে সে খবর যেন দেয়ালের আগেই কেউ না কেউ পৌঁছে দিচ্ছে মিডিয়ার নিকট। বলিউডের তারকাদের বিয়ে বলে কথা তাইতো ভক্তদের ও আগ্রহের কমতি নেই। আর তাইতো ভক্তদের জন্য এক সুসংবাদ প্রকাশ করলেন রণবীর- দীপিকা। সানির মন খারাপ! মুক্তি পেয়েছে এক সময়ের পর্নো তারকা সানি লিওনের বায়োপিক। যদিও এখন পর্নোগ্রাফি ছেড়ে তিনি যোগ দিয়েছেন বলিউড জগতে। রাতারাতি কামিয়েছেন সুনাম ও। তারকাখ্যাতি পাওয়া সেই সানিলিওনকে নিয়ে বায়োপিক তৈরি করেছেন ‘করণজিৎ কউর; দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’। সানির বায়োপিক নিয়ে দর্শক মহলে হচ্ছে নানা সমলোচনা। কেউ কেউ বলছেন, সত্যিটা সামনে এসেছে। আবার কারও মনে হয়েছে, সানির জীবনের অনেক ঘটনাই নাকি দেখানো হয়নি বায়োপিকে। বিশেষ করে তার পর্নো দুনিয়ার অনেক ঘটনাই নাকি ঢাকা চাপা পড়েছে। তবে সেসব কারণে মন খারাপ নয় তার। ২০০৮ সালে সানির মা মারা যান। ২০১০ সালে মারা যান তার বাবা। বায়োপিকে সে দৃশ্য দেখে মন খারাপ হয়েছে সানির। সম্প্রতি মিড ডে কে দেয়া সাক্ষাতকারে সানি বলেছেন, ‘আমি জানি যে, যাঁরা অভিনয় করছেন তারা আমার আসল বাবা-মা নন। কিন্তু অনস্ক্রিন বাবাকে ক্যান্সারে ভুগতে দেখা অনস্ক্রিন মা কে কফিনে শুয়ে থাকতে দেখাটা মেনে নেয়া সহজ নয়। বাবা মা চলে য্ওায়ার পর ভেবেছিলাম সত্যটা মেনে নিতে পারবো কিন্তু সেটা বোধহয় পারলাম না।
×