ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেমের বয়স এখনও হয়নি : পূজা

প্রকাশিত: ০৭:২৪, ২ আগস্ট ২০১৮

প্রেমের বয়স এখনও হয়নি : পূজা

পূজা চেরি নামটির সঙ্গে দর্শক এখন সুপরিচিত। টেলিভিশন ও চলচ্চিত্র দুনিয়ায় যাকে বলা হয় সময়ের নবীন প্রতিভা! শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা বিষয়টা এমন যে-এলেন দেখলেন জয় করলেন! তার কাছে পুরো বিষয়টাই এখন স্বপ্নের মতো। গত ঈদে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় সিনেমা, নুরজাহান থেকে পোড়ামন-২ ইতোমধ্যে তাকে পৌঁচ্ছে দিয়েছে আপামোড় দর্শকের সুপরিচিত নামের খাতায়। পূজা তার ব্যক্তিগত এবং সমসাময়িক কাজের বিষয় নিয়ে কথা বলেন আনন্দকণ্ঠর সঙ্গে। সাক্ষাতকার নিয়েছেন- রুহুল আমিন ভূঁইয়া আনন্দকণ্ঠ : কেমন আছেন, সফল কাজের অনুভূতি কেমন ? পূজা : অনুভূতি খুব সুখের। বলতে পারেন সব জায়গা থেকেই প্রশংসা পেয়েছি, সত্যিই আমি খুব ভাগ্যবান! আনন্দকণ্ঠ : দর্শক সারিতে বসে ছবি দেখার অভিজ্ঞতা কেমন ছিল? পূজা : দারুণ! বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, ঢাকার বাইরের সিনেমা হলেও বসে ছবি দেখেছি। গানের দৃশ্যে শিস দেয়া, চিৎকার চেঁচামেচি-বিষয়টি গুলো খুব ভাল লেগেছে। আনন্দকণ্ঠ : সামনের ছবিতে নায়ক হিসেবে কাকে চান- শাকিব খান, আরেফিন শুভ ও সিয়াম? পূজা : সিয়াম। আনন্দকণ্ঠ : ‘দহন’ নিয়ে প্রত্যাশা? পূজা : ‘দহন’ নিয়ে প্রত্যাশ অনেক বেশি। পোড়ামন-২ এ যে রকম সাড়া পেয়েছি। তার চেয়ে বেশি সাড়া পেতে চাই। অনেক ভাল রেসপন্স দিয়েছে দর্শক। এই ভাললাগাটা আরও ভাল লাগাতে চাই। পোড়ামন-২ এর পরবর্তী ছবি যেনও আরও বেশি ভাল লাগে সেই চেষ্টাই আমরা করছি। যাতে পোড়ামন-২ কে ছাড়িয়ে যায়। এটা নিয়ে অনেক আশা। দর্শক দহন উপভোগ করবে। পুরোপুরি ভিন্ন একটি ছবি। সমাজের ঘটে যাওয়া গল্পই দর্শক দেখতে পাবে। আনন্দকণ্ঠ : ‘প্রেম আমার টু’ ছবির আপডেট? পূজা : পঞ্চাশ শতাংশ কাজ শেষ। কলকাতা, শিলিগুড়ি কাজ করেছি। বাকি অংশ বাংলাদেশে হবে। সেপ্টেম্বরে কাজ শুরু হবে। আনন্দকণ্ঠ : নায়িকা পরিচয়ে কত দূর যেতে চান? পূজা : আমার ইচ্ছা দর্শকদের ভাল কাজ উপহার দেয়া। যতদিন অভিনয় করব নায়িকা চরিত্রেই কাজ করার ইচ্ছা। আনন্দকণ্ঠ : জাজে মাল্টিমিডিয়ার বাইরে সুযোগ আসলে কাজ করবেন? পূজা : ভাল কাজ পেলে অবশ্যই করব। এমন কোন কথা হয়নি যে, আমি সব সময় শুধু জাজের হয়েই কাজ করব। তবে ভাল গল্প, ভাল বাজেট, ভাল পরিচালক থাকলে অবশ্যই অন্য ব্যানারে কাজ করব, কিন্তু আমার কাছে প্রথম গুরুত্ব থাকবে জাজ মাল্টিমিডিয়ার। আজকের এই পূজা চেরি, কেবল জাজের জন্যই! আনন্দকণ্ঠ : নায়িকা হয়েছেন, এখন শিশুশিল্পী সেই পূজাকে কি অনুভব করেন? পূজা : এখন মনে হয় না কেউ আমাকে আর শিশুশিল্পী পূজা চেরি দেখেন। এখন শিশুশিল্পী খুব কমই শোনা যায়। তবে আমি গর্বিত যে শিশুশিল্পী ছিলাম। শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছি। আনন্দকণ্ঠ : প্রেম করছেন? পূজা : না প্রেম করছি না। প্রেমের বয়স এখনও হয়নি (হা হা হা)। এখন আমি কাজ আর পড়াশোনা নিয়ে ডুবে আছি। আনন্দকণ্ঠ : এটুকু পথ আসার পেছনে কাদের অবদান সবচেয়ে বেশি? পূজা : আমার মা ঝর্ণা রায় আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। পুরো পরিবার, আমার ভাই, বাবা সবাই। জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ স্যার, তার মেয়ে। তাদের কাছে আমি ঋণী। তাদের কারণেই নায়িকা হতে পেরেছি। আনন্দকণ্ঠ : ফিল্ম করতে গেলে অনেক অফার আসে। প্রযোজক এর কোন বায়না ছিল? বা কোন নিষেধাজ্ঞা? পূজা : না! আমি ছোটবেলা থেকে জাজে কাজ করছি। আম্মু সব সময় সব জায়গায় নিয়ে যেত, আমার সঙ্গে সঙ্গে থাকত। যে কারণে অপ্রীতিকর কোন সমস্যার সম্মুখীন হতে হয়নি। আনন্দকণ্ঠ : জাজের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন? পূজা : চুক্তিবদ্ধ বলতে সে রকম না। জাজ আমাকে নায়িকা বানিয়েছে। তাদের কে আমি বেশি প্রাধান্য দেব। তবে আমি বাহিরে কাজ করতে পারব। আনন্দকণ্ঠ : ক্যারিয়ার প্ল্যান? পূজা : ক্যারিয়ার নিয়ে সবার স্বপ্ন থাকে নিজেকে অনেক উপরে দেখতে চাই।
×