ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন মডরিচও!

প্রকাশিত: ০৭:২৩, ২ আগস্ট ২০১৮

রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন মডরিচও!

স্পোর্টস রিপোর্টার ॥ দেখতে দেখতে রিয়াল মাদ্রিদে ছয় বছর কাটিয়ে দিয়েছেন লুকা মডরিচ। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী এই তারকা মিডফিল্ডার ২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে সান্টিয়াগো বার্নাব্যুতে আসেন। এরপর গ্যালাক্টিকোদের মধ্যমাঠের প্রাণভোমরায় পরিণত হয়েছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক। দুর্দান্ত ধারাবাহিকতা রক্ষা করে খেলে চলেছেন। গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে ক্রোয়েটদের ফাইনালে খেলার অন্যতম প্রধান কারিগর তিনি। বিশ্বকাপ শেষে অনেকটা আচমকাই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে কারণে এখন মডরিচকে আরও বেশি প্রয়োজন বিশ্বের সবচেয়ে দামী ক্লাবটির। কিন্তু রোনাল্ডোরসহ অনেকের মতো রিয়াল ছাড়ার আভাস আছে ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারের। ইতালিয়ান সংবাদমাধ্যম জানাচ্ছে, ইন্টার মিলান মডরিচকে দলে ভেড়াতে তলে তলে চেষ্টা করে যাচ্ছে। মূলত রোনাল্ডো রিয়াল ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে নাম লেখানোর পরই প্রেক্ষাপট পাল্টে গেছে। বিশেষ করে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ বিজয়ী রিয়াল আছে মহাদুশ্চিন্তায়। গুঞ্জন আছে, রোনাল্ডো জুভেন্টাসে যাওয়ায় মডরিচকে নিয়ে আসার স্বপ্ন দেখছে ইন্টার। সেটা হলে ইতালিয়ান সিরি এ লীগে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে রোনাল্ডো-মডরিচকে। এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মডরিচের রিয়াল ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তখন চাউর হয়েছিল, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা চেলসিতে নতুন বসত গড়তে পারেন ক্রোয়েট কা-ারি। তখন স্ত্রীর সুবিধার জন্যই এমন চিন্তা করেছিলেন। মডরিচের স্ত্রী ভাঞ্জা বসনিকের নাকি তখন মন টিকছিল না স্পেনে। আর তাই ক্লাব ছাড়ার পরিকল্পনায় ছিলেন মডরিচ। রিয়ালের হয়ে এখন পর্যন্ত ১৬৬ ম্যাচে ৯ গোল করা মডরিচ টনি ক্রুসের সঙ্গে দারুণ জুটি গড়ে তুলেছেন। দীর্ঘ ছয় বছর ধরে এই জুটিতে ভর করে দারুণ সব সাফল্য পাচ্ছে গ্যালাক্টিকোরা। কিন্তু সময়ের অন্যতম সেরা জুটি শেষ পর্যন্ত থাকবে কিনা সেটাই এখন দেখার।
×