ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিজের চোখে বিরাট কোহলি যেমন

প্রকাশিত: ০৭:২১, ২ আগস্ট ২০১৮

নিজের চোখে বিরাট কোহলি যেমন

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ কিংবা মাঠের বাইরে বিরাট কোহলিতে মাতোয়ারা পুরো ক্রিকেট বিশ্ব। কোহলির চোখে কোহলি নিজে কেমন?, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেক অনেক মন্তব্য শুনতাম। মানুষ কিছু না দেখেই অনেক বেশি বিচার করে ফেলত। তাদের ধারণা ছিল, আমি অল্পতেই হারিয়ে যাব। কিন্তু এখন বাস্তবতা দেখেন। আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আপনি হতাশ হবেন না। ক্রিকেট আপনার হাতের ট্যাটু, আপনার জীবনব্যবস্থা দেখে না। আপনার নিবেদন, আপনার পরিশ্রম দেখে।’ বর্তমান কোহলি যতটা শান্ত ও ধীর, শুরুর দিকে ছিলেন অশান্ত। তিনি আরও বলেন, ‘আপনার যদি ট্যাটু থাকে, কানে দুল পরেন বা চুলে নানান স্টাইল করে থাকেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার মানে এই না যে, আপনি থেমে যাবেন। বিষয়টা এমন না যে, আমার চুলে জেল থাকায়, হাতে ট্যাটু থাকায় এগুলো নষ্ট হওয়ার ভয়ে আমি ফিল্ডিংয়ে ডাইভ দেব না।’ কতটা পাল্টেছেন নিজেকে?, ‘আমার কাছে ভারতের হয়ে জেতাটা এক ধরনের নেশার মতো। এখন হয়তো আমি পরাজয়কে নিজের বাজে দিন হিসেবে মানতে শিখে নিয়েছি। কিন্তু শুরুতে হারলে আমি স্রেফ পাগল হয়ে যেতাম। আমি এখন বুঝতে শিখেছি যে আমি একাই কঠোর পরিশ্রম করলে হবে না বা একাই মাঠে বিশেষ কিছু করলে হবে না। আমাকে পুরো চিত্রটা দেখতে হবে। দলের জন্য, দেশের জন্য বিশেষ কিছু করার যে দায়িত্ব, সেটা পুরোপুরি পালন করতে হবে।’
×