ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ...

প্রকাশিত: ০৭:২১, ২ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ...

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আসরে বাংলাদেশ সর্বশেষ স্বাগতিক হয়েছিল ২০০৯ সালে। দীর্ঘ ৯ বছর পর আবারও স্বাগতিক হতে যাচ্ছে তারা। আগামী ৪-১৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘দক্ষিণ এশিয়ার বিশ^কাপ’ খ্যাত এই টুর্নামেন্টটি। অথচ সময় হাতে আছে মাত্র মাসখানেক। এর মধ্যেই সংস্কার করতে হবে স্টেডিয়ামের ফ্লাডলাইট ও ড্রেসিংরুম। দু’দিন হলো কাজ শুরু হয়েছে ড্রেসিং রুমে। তবে ফ্লাড লাইটের কাজ শুরু হবে আরও কিছুদিন পর। বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মোবারক করিম লিটন। বুধবার সরেজমিনে গিয়ে দেখা গেছে ড্রেসিংরুম সংস্কারের কাজ শুরু করা হয়েছে। বাফুফে সূত্রে জানা গেছেÑ সাফে প্রতিদিন দুটি করে ম্যাচ পরিচালনা করতে অন্তত চারটি ড্রেসিংরুম দরকার। কিন্তু ফুটবলের অন্যতম এ স্টেডিয়ামের ড্রেসিংরুম আন্তর্জাতিক মানের নয়। তাই টুর্নামেন্টের একমাস আগে জাতীয় ক্রীড়া পরিষদ তড়িঘড়ি করে শুরু করেছে ড্রেসিংরুম সংস্কার। তবে মাত্র আড়াই মাস আগেই আবাহনী ও ভারতের ব্যাঙ্গালুরু এফসির ম্যাচকে সামনে রেখে ফ্লাডলাইট সংস্কার হয়েছিল। তবে সেটা সাময়িকভাবে। কিন্তু আসন্ন সাফের জন্য ফ্লাডলাইটের বর্তমান অবস্থা মোটেও সুবিধের নয়। এ প্রসঙ্গে স্টেডিয়ামের প্রশাসক মোবারক করিম লিটন জানান, ‘ড্রেসিং রুমের কাজ শুরু হয়েছে দু’দিন ধরে। এ স্টেডিয়ামে সাফের ম্যাচ হতে ফ্লাডলাইটের আলো হতে হবে কমপক্ষে ১২০০ লাক্স। কিন্তু বর্তমানে ফ্লাডলাইটে আছে ১০০০ লাক্স দেয়ার। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে লোক এসে স্টেডিয়াম পরিদর্শন করে ফ্লাডলাইটের কতটুকু সংস্কার করা প্রয়োজন তা দেখবে। এরপর ফ্লাডলাইটের সংস্কার কাজ শুরু হবে।’ এর আগে নানা অযুহাতে শেষ হয়নি সংস্কার কাজ। তবে শেষ মুহূর্তে এসে জোড়াতালি দিয়ে শুরু হচ্ছে কাজ। ড্রেসিং রুম, ডোপিং কন্ট্রোল রুমসহ বঙ্গবন্ধু স্টেডিয়ামের মিডিয়া জোনেও আনা হবে সংস্কার কাজ। গত বছর এএফসি কাপের ম্যাচ চলাকালীন ফ্লাডলাইটে পর্যাপ্ত ১৪০০ লাক্স আলো না থাকায় সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল বাফুফেকে। এবারও সেই একই অবস্থা। সাফের আগে কোনরকমে ১০০০ লাক্স আলোর ব্যবস্থা করতে পারবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সমস্যা সমস্যা সমাধানে অতিরিক্ত কিছু বাতির ব্যবস্থা রাখতে চায় ফেডারেশন।
×