ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক ম্যাচে টস-ভাগ্য ইংলিশদের

প্রকাশিত: ০৭:২০, ২ আগস্ট ২০১৮

ঐতিহাসিক ম্যাচে টস-ভাগ্য ইংলিশদের

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ১০০০তম টেস্টের ফল কি হবে, সময়েই তার উত্তর মিলবে। তবে এজবাস্টনে বুধবার ঐতিহাসিক ম্যাচে টস-হেসেছে ইংলিশদের হয়েই। ব্যাটিংয়ে নেমে শুরুতেই অভিজ্ঞ এ্যালিস্টার কুককে হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে কেটন জেনিংসকে নিয়ে ঘুরে দাঁড়ান অধিনায়ক রুট। জেনিংস ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে ফিরলেও রাতে এ রিপোর্ট লেখার সময় হাফসেঞ্চুরি তুলে নিয়ে ব্যাট করছিলেন সুপার রুট (৬৫*)। প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর তখন ১৬২/৩। ১৩ রান করা কুককে বোল্ড করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। মাঝে অল্প ব্যবধানে জেনিংস ও ডেভিড মালানকে (৮) তুলে নিয়ে সফরকারীদের ম্যাচে ফিরিয়েছিলেন পেসার মোহাম্মদ শামি। ইংল্যান্ডের মাটিতে ভারতের অতীত রেকর্ড মোটেই সুখকর নয়। তবু বিরাট কোহলির নেতৃত্বে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটিকে ঘিরে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজে এবার রয়েছে বাড়তি আগ্রহ। বিশ্বের প্রথম দল হিসেবে নিজেদের ১০০০তম টেস্ট খেলছে ইংলিশরা। ১৮৭৭ সালে মেরিলিবোন ক্রিকেট ক্লাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলা ইংল্যান্ড এখনও পর্যন্ত খেলেছে ৯৯৯ টেস্ট ম্যাচ। ১৪১ বছরের লম্বা এই ইতিহাসে জয়ের পাল্লাটা ইংল্যান্ডের পক্ষেই রয়েছে। এ পর্যন্ত ৩৫৭ জয়, ২৯৭ হার ও ৩৪৫ ম্যাচ ড্র করেছে ইংল্যান্ড। ইংল্যান্ডের পরই দ্বিতীয় সর্বাধিক ৮১২ টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। তবে ৩৮৩ জয়ে অসিদের সাফল্যের পাল্লাই ভারি। ২১৯ ম্যাচে হার ও ২০৮ ম্যাচে ড্র করেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে বিশেষ কোন আয়োজন না থাকলেও কুলীন দেশটির বিরল অর্জনে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এজবাস্টনে এদিন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ও আইসিসির এলিট প্যানেলের রেফারি জেফ ক্রো, ম্যাচের দিন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেসের হাতে সম্মানসূচক ‘রৌপ্য ফলক’ তুলে দেন।
×