ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধোনির উত্থানে সৌরভের অবদান...

প্রকাশিত: ০৭:১৯, ২ আগস্ট ২০১৮

ধোনির উত্থানে সৌরভের অবদান...

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের দু-দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনেক সাক্ষাতকারে বলেছেন, তার ক্যারিয়ারে সৌরভ গাঙ্গুলীর অবদান সবচেয়ে বেশি। সেই গল্পটাই শুনিয়েছেন গ্রেট সৌরভ, ‘২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ভারতীয় দলে অভিষেক হয় ধোনির। ক্যারিয়ারের প্রথম চারটি ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিল ও। পাকিস্তানের বিপক্ষে বিশাখাপত্তমে আমাদের খেলা ছিল। টিম মিটিংয়ে স্থির হয় ধোনি সাত নম্বরেই ব্যাট করতে নামাব। সেই ম্যাচে ও সাতের পরিবর্তে তিনে ব্যাট করে বাজিমাত করেছিল। অধিনায়ক হিসেবে তাতে প্রত্যক্ষ ভূমিকা ছিল আমারই।’ ব্যাটিং অর্ডারে ওপরে সুযোগ পেয়ে তা ব চালিয়েছিল ধোনি। ১২৩ বলে ১৫টি চার ও চারটি ছক্কায় খেলেন ১৪৩ রানের দুরন্ত ইনিংস। কিভাবে সাত থেকে তিনে উঠে এলেন ধোনি? এ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ম্যাচের আগেরদিন আমি আমার ঘরে বসে টিভিতে খবর দেখছিলাম। তখনই ভাবছিলাম, কীভাবে ব্যবহার করলে ধোনির কাছ থেকে সেরাটা বের করে আনা যায়। পরের দিন আমরা টসে জেতার পরে স্থির করি ধোনিকে তিন নম্বরেই পাঠাব। যা হয় পরে দেখা যাবে।’ অবশ্য ব্যাটিংয়ে নামার আগে ধোনি জানতেন সাত নম্বরে যাবেন। কিন্তু সৌরভ যে মত বদলেছেন তা জানতেন না ধোনি নিজেও। সাবেক তারকা অধিনায়ক সৌরভ বলেন, ‘ব্যাটিংয়ে নামার আগে আমি গিয়ে ওকে বলি তুমি কি তিন নম্বরে যাবে? ধোনি তখন জিজ্ঞাসা করে, তুমি কত নম্বরে যাবে? তখন আমি বলি চার নম্বরে ব্যাট করতে যাব। আর আমি চাই আজ তুমি তিন নম্বরে ব্যাটিং করবে।’ সৌরভের কথায় দ্বিমত না করে ব্যাট হাতে মাঠে নেমে যান মহেন্দ্র সিং ধোনি। মাঠে নেমেই চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাকর সেই ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলেন। খেলেন ১৪৮ রানের ঝড়ো ইনিংস। ধোনির সেঞ্চুরিতে নয় উইকেটে ৩৫৬ বিশাল স্কোর সংগ্রহ করে স্বাগতিক ভারত। জবাবে আশিষ নেহরার গতি এবং যুবরাজ সিংহে স্পিনে কাবু হয়ে ৪৪.১ ওভারে ২৯৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৫৮ রানে জয় লাভ করে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারত। সেই দিনের ১৪৩ রানের ইনিংসের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মহেন্দ্র সিং ধোনিকে। এরপর পরবর্তী সময়ে ভারতীয় দলের অধিনায়কের ভূমিকা পালন করেন। ধোনির অধিনায়কত্বে ২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতে বাজিমাত করে ভারত। ক্রমশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান থেকে দলের ত্রাণকর্তা, অধিনায়ক ও সর্বেসর্বা হয়ে ওঠেন ধোনি। এখন অবশ্য টেস্ট থেকে অবসর নেয়া এ তারকা ক্রিকেটার ওয়ানডে ও টি২০ খেলছেন বিরাট কোহলির নেতৃত্বে, সাধারণ সদস্য হিসেবে।
×