ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এভাবেও হারেন সেরেনা?

প্রকাশিত: ০৭:১৮, ২ আগস্ট ২০১৮

এভাবেও হারেন সেরেনা?

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শেষ সপ্তাহেই শুরু হবে ইউএস ওপেন। মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের আগে নিজেকে ঝালিয়ে নিতে সান জোসে টুর্নামেন্টে খেলতে নেমেছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু নিজের মান রাখতে পারেননি আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। টুর্নামেন্টের অবাছাই জোহানা কন্টার কাছে লজ্জাজনকভাবে হার মানেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা এদিন ৬-১ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন সেরেনা উইলিয়ামসকে। কন্টার কাছে হারতে এদিন মাত্র ৫১ মিনিট সময় নেন সেরেনা। সান জোসের এই টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন আমেরিকান তারকা। ২০১১ সালে প্রথমবার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। এর পরের বছরও শিরোপা নিজের শোকেসে তোলেন সেরেনা। পরবর্তীতে ২০১৪ সালে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। কিন্তু এবারই সবচেয়ে বাজে পারফর্ম করেন সেরেনা। শুধু এই টুর্নামেন্টেই নয়, বরং সেরেনা উইলিয়ামসের ক্যারিয়ারেই এটা সবচেয়ে বাজে পরাজয়। তবে এমন পরাজয়ের পরও সেরেনা হতাশ নন। বরং ম্যাচের শেষে তিনি জানালেন মাথার মধ্যে অনেক ব্যাপার ঘুরপাক খাচ্ছে। যে কারণে এমন ব্যর্থতায় ব্যথিত হওয়ার খুব বেশি সময় নেই তার। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সেরেনার অনুভূতিটা ছিল এ রকম, ‘আমি জানি না। আমার মনের মধ্যে অনেক ব্যাপারই ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে যে কারণে এই হারের ব্যথা নিয়ে ভাবার খুব সময় নেই। তাছাড়া এই টুর্নামেন্টে আমি কখনোই ফেবারিট ছিলাম না, এ বিষয়টা খুব সুস্পষ্ট।’ কন্টার বিপক্ষে এর আগেও একবার মুখোমুখি হয়েছিলেন সেরেনা। ২০১৭ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কিন্তু সেবার সেরেনা ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেছিলেন কন্টাকে। আমেরিকান তারকা জানালেন গ্রেট ব্রিটেনের শীর্ষ খেলোয়াড় এবার আগের চেয়ে অনেক ভাল খেলেছেন। এ বিষয়ে সেরেনা বলেন, ‘আমি বলব ১৮ মাস আগের চেয়ে এই ম্যাচে সে অনেক ভাল খেলেছে। ম্যাচ জেতার এটাই তার মূল কারণ।’ এদিকে সেরেনার মতো তারকা খেলোয়াড়কে পরাজিত করে স্ট্যানফোর্ড টুর্নামেন্টের মিশন শুরু করতে পেরে দারুণ রোমাঞ্চিত কন্টা। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা সুস্পষ্ট যে সে তার পর্যায়ের খেলাটা খেলতে পারছিল না। যে কারণেই আমি আমার মতো করে খেলতে শুরু করি। আমি যা করতে পারি ঠিক সেভাবেই খেলার চেষ্টা করি।’ কন্টা এসময় আরও বলেন, ‘আমি কোন জাদুকরী মুহূর্তে বিশ্বাসী নই যে ক্লিক করলেই সব একত্রে চলে আসবে। বরং আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী।’ ২০১৬ সালে স্ট্যানফোর্ড টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন জোহানা কন্টা। সেবার এই সেরেনা উইলিয়ামসেরই বড় বোন ভেনাস উইলিয়ামসকে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন গ্রেট ব্রিটেনের এক নম্বর খেলোয়াড়। এবার তার ছোট বোন সেরেনাকে হারিয়েই মিশন শুরু করলেন কন্টা। দ্বিতীয় রাউন্ডে জোহানা কন্টার প্রতিপক্ষ সোফিয়া কেনিন। সোমবার যিনি ভেরোনিকা চেপেডে রোয়াগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। গত বছর প্রথম কন্যা সন্তানের মা হন সেরেনা উইলিয়ামস। তবে কোর্টে ফিরেই বাজিমাত করেন তিনি। দুর্দান্ত খেলে উইম্বলডনের ফাইনালে জায়গা করে নেন আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। উইম্বলডনের পর এই সান জোসেতেই প্রথমবার কোর্টে নামেন সেরেনা। জোহানা কন্টারও এটা উইম্বলডনের পর প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ। এ মাসের শেষ সপ্তাহে শুরু হবে ইউএস ওপেন। সেরেনার লক্ষ্য এখন মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিতে বছর শেষ করা। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছেন সেরেনা। তার সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি।
×