ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি নির্মাণ করে দিলেন যুবলীগ নেতা

প্রকাশিত: ০৭:০২, ২ আগস্ট ২০১৮

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি নির্মাণ করে দিলেন যুবলীগ নেতা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১ আগস্ট ॥ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ল-ভ- হয়ে যাওয়া একটি বাড়ি পুনর্নিমাণ করে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করলেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। টঙ্গীর এরশাদনগরে ৪ রুমবিশিষ্ট এই বাড়িটি বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বুঝে নেন ক্ষতিগ্রস্ত মনির হোসেনের পরিবার। বাড়িটি পেয়ে মনির হোসেন বলেন, গ্যাস সিলিন্ডারে তার পুরো বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সঙ্গে তার দুই ছেলে সন্তানও নিহত হয়। ঠাঁই নেয়ার মতো তাদের কোন ঘর ছিল না। ওই সময় স্থানীয় যুবলীগ নেতা এগিয়ে আসেন এই দুর্দিনে। তাদের একটি বাড়ি নির্মাণ করে দেয়ার আশ্বাস দেন। গত তিন মাসে ৪ রুমবিশিষ্ট টিনশেড বিল্ডিংটি নির্মাণ করে এরশাদনগর এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবলীগের এই নেতা। বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আয়োজিত সমাবেশে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ১৭ মার্চ ২০২০ সালের মধ্যে গাজীপুর মহানগরে ১শ’টি বাড়ি নির্মাণ করে বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম, বিধবা ও সুবিধাবঞ্চিতদের জন্য হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল। আরও বক্তব্য রাখেন-যুবলীগ নেতা কাইয়ুম সরকার, কাজী কামাল হোসেন, আব্দুল জলিল গাজী, জহিরুল ইসলাম তুহিন, ফজল করিম, আবু আলম প্রমুখ। নেত্রকোনায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১ আগস্ট ॥ কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে প্রেম সংক্রান্ত বিয়ের জেরে রিপন মিয়াকে হত্যার দায়ে বুধবার তিনজনকে যাবজ্জীবন কারদ- দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও এক মাসের কারাদ-াদেশ দেয়া হয়। বুধবার দুপুরে আসামিদের উপস্থিতে নেত্রকোনার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলোÑ রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়া, বাবুল মিয়া ও রাসেল মিয়া। আদালত সূত্র জানায়, প্রেম সংক্রান্ত বিয়ের জেরে ২০১১ সালের ১১ সেপ্টেম্বর রাত ৯টায় রামচন্দ্রপুর গ্রামের দুলাল মিয়ার রাইস মিলের সামনে আসামিরা রিপন মিয়াকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। বাউবির বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষা স্থগিত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ/বিএসএস ৩, ৪ ও ১০ আগস্টের তারিখ সকাল ও বিকেলের পরীক্ষাসমূহ অনিবার্য কারণ বশতঃ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে।
×