ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষকের ওপর হামলাকারীদের বিচার দাবি

প্রকাশিত: ০৭:০২, ২ আগস্ট ২০১৮

শিক্ষকের ওপর হামলাকারীদের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১ আগস্ট ॥ রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক ও সিএনএন বাংলা টিভির সাংবাদিক সাহাদাৎ হোসেনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার ঢাকা বরিশাল মহাসড়কের টেকেরহাট বাসস্ট্যান্ড বটতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, কলেজ শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাজৈর প্রেসক্লাবের সভাপতি খোন্দকার আবদুল মতিন, সহকারী অধ্যাপক ও পূর্বাঞ্চল সাংবাদিক কাওছার আলম মিঠু, সহকারী অধ্যাপক নিত্যানন্দ হালদার, সহকারী অধ্যাপক বিনয় জোয়ারদার, সাংবাদিক খোন্দকার রুহুল আমিন, ইএইচ ইমন, প্রভাষক অসীম বিশ^াস, রিটন রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ ফজলুল হক বাবুল, মাদারীপুর যুবলীগ সহ-সভাপতি সেলিম মোল্লা, মাদারীপুর যুবলীগ নেতা কাজী আনোয়ার হোসেন, এ্যাডভোকেট গৌরাঙ্গ বসু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সেক্রেটারি নাজমা রসিদ, নারী নেত্রী তাহমীনা হীরা, ব্যবসায়ী প্রতিনিধি শেখ মোঃ একরাম প্রমুখ। এ সময় বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ন্যায়বিচার দাবি করেন। উল্লেখ্য, সাহাদাৎ হোসেন গত শুক্রবার মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে টেকেরহাট কবিরাজপুর সড়কের কাটা গাংপাড় পৌঁছলে সন্ত্রাসীরা তার গতিরোধ করে এবং তাকে মারপিট করে পাশর্^বর্তী কলাবাগানে নিয়ে চোখ, মুখ, হাত ,পা বেঁধে কুপিয়ে জখম করে ফেলে চলে যায়।
×