ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০৭:০১, ২ আগস্ট ২০১৮

শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ আগস্ট ॥ হোসেনপুর স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে ফয়সাল হাবিব কাওসার নামে দেড় বছরের শিশুপুত্রকে গলা টিপে হত্যার পর মা আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় ঘাতক মা নাহার বেগমকে (২৫) আটক করেছে পুলিশ। সে উপজেলার জিনারী হলিমা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে হলিমা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সবুজ মিয়ার সঙ্গে স্ত্রী নাহার বেগমের ঝগড়া হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে নাহার বেগম দেড় বছর বয়সী সন্তান ফয়সাল হাবিব কাওসারকে গলা টিপে হত্যা করে। পরে গলায় দড়ি লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে ঘরের ছিদ্র দিয়ে স্বামী সবুজ মিয়া স্ত্রীর আত্মহত্যার চেষ্টা দেখে ফেলে চিৎকার শুরু করেন এবং ঘরের দরজা ভেঙ্গে স্ত্রীকে ফাঁস থেকে নামিয়ে আনেন। বগুড়ায় স্ত্রীকে হত্যার চেষ্টা ॥ স্বামী পলাতক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার রাতে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে মৃত ভেবে কলার ক্ষেতে ফেলে গিয়েছিল স্বামী। বুধবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তবালা গ্রামের এক কলার ক্ষেত থেকে পুলিশ মিলি বেগম (২৫) নামে ওই তরুণী গৃহবধূকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সোহেল পলাতক রয়েছে। পুলিশ তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, গাবতলীর পাঁচপাইকা এলাকার জামিলুর রহমানের ছেলে সোহেলের সঙ্গে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মজিবর রহমানের মেয়ে মিলি বেগমের বিয়ের পর থকে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফা সালিশও হয়। সোহেল একাধিক বিয়ে করে বলে পুলিশ জানতে পেরেছে।
×