ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরকীয়ায় আসক্ত দুই শিক্ষকের বিচার দাবি

প্রকাশিত: ০৭:০১, ২ আগস্ট ২০১৮

পরকীয়ায় আসক্ত দুই শিক্ষকের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১ আগস্ট ॥ পরকীয়ায় আসক্ত দুই শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্কুল ঘেরাও করেছেন এলাকাবাসী। বুধবার সদর ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, দক্ষিণ হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান ও লুবনা আক্তার দীর্ঘদিন থেকে পরকীয়া করে আসছিল। আনিছুর রহমানেরর স্ত্রী এ ঘটনা জানার পর তাকে বাধা দিলে শারীরিক ও মানসিক নির্যাতন করত। অপরদিকে বিধবা লুবনা আক্তারের ১টি সন্তান রয়েছে। স্কুল চলাকালীন তারা একে অপরের সঙ্গে আপত্তিকর আচরণ করায় শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব পরে। বিষয়টি অভিভাবকরা একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে অবহিত করলেও তারা কর্ণপাত করেননি। ঘটনার দিন বেলা ১১টার সময় তাদের বিচারের দাবিতে প্রায় ২ শতাধিক এলাকাবাসী হোসনাবাদ বাজারে এসে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা বিদ্যালয় ঘেরাও করে দুই শিক্ষকের বিচারের দাবি করেন। সাতক্ষীরায় ট্রাকের চাকায় প্রাণ গেল কোম্পানি প্রতিনিধির স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জ্বালানি পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কোম্পানি প্রতিনিধি এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা শহরের জজ কোর্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ট্রাকসহ তার ড্রাইভারকে শহরের চৌরঙ্গী মোড় থেকে আটক করেছে পুলিশ। নিহত মোটরসাইকেল চালকের নাম মোশরাফ হোসেন (৪০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে ও তিব্বত কোম্পানির জ্যেষ্ঠ রিপ্রেজেনটেটিভ। আটক চালকের নাম ইসরাফিল হোসেন (২৮)। দিনাজপুরে মহিলা স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, হাকিমপুর উপজেলার হিলিস্থলবন্দরে ভারতীয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ১ মহিলা নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানিকৃত মাল খালাস করে ভারতে যাওয়ার পথে হিলি ইমিগ্রেশন অফিসের সামনের সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১ অজ্ঞাতনামা প্রায় ৩০ বছর বয়সের মহিলা ঘটনাস্থলে নিহত হয়।
×