ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবেক ছিটমহলে মুক্তির তৃতীয়বর্ষ পালন

প্রকাশিত: ০৭:০০, ২ আগস্ট ২০১৮

সাবেক ছিটমহলে মুক্তির তৃতীয়বর্ষ পালন

তাহমিন হক ববী, নগর জিগাবাড়ি-সাবেক ছিটমহল থেকে ॥ ছিটমহল বিনিময়ের তৃতীয় বর্ষ পালনে সাবেক ছিটমহলে উৎসব হয়েছে যেন মুক্ত পাখির জীবনের মতো। ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। ‘দুঃখ, কষ্ট, দুর্যোগ তো থাকবেই।’ তবে ছিটমহল বিনিময়ের তৃতীয় বর্ষ পালনে কমতি রাখেনি তারা। এই দিনের কাছে সব কিছু যেন হার মেনে যায়। বৃষ্টিকে আখ্যায়িত করেছে ওরা আনন্দধারা হিসেবে। বৃষ্টি থামার পর বুধবার দুপুরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের পর নীলফামারী ডিমলা উপজেলার চারটি সাবেক ছিটমহলবাসী পাকা সড়কের পথ ধরে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে। এরপর সকলেই মিষ্টিমুখ করেছে। এই সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। সাবেক ছিটমহলের নগরজিগাবাড়ি চত্বরে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের সামনে টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খগাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিমলাবাসীর সঙ্গে কথা বলবেন। ওই অনুষ্ঠানে সাবেক ছিটমহলবাসী হিসেবে তারাও অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন। উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে বিনিময় হয় ভারত-বাংলাদেশের ১৬২ ছিটমহল। ছিটমহল বিনিময়ের পর থেকে ১৮১ কোটি টাকা বিশেষ বরাদ্দের মাধ্যমে বাংলাদেশের ১১১টি ছিটমহলে উন্নয়ন কাজ শুরু করে বাংলাদেশ সরকার। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ছিটমহল বিনিময়ের তিন বছর পূর্তি উপলক্ষে চতুর্থ বছরের প্রথম দিনে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও লাঠিখেলা দিয়ে শুরু করেছে ফুলবাড়ি উপজেলার দাসিয়ারছড়ার অধিবাসীরা। বুধবার বেলা ১১টায় কালিহাট বাজারে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন শেষে শোভাযাত্রা বের করে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কালিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এখানে লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
×