ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬:৫৯, ২ আগস্ট ২০১৮

শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১ আগস্ট ॥ বেলকুচি উপজেলার ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার দুপুরে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। ইউএনও মোঃ ওলিউজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজা, সহকারী শিক্ষা অফিসার খোরশেদ আলম, ধুকুরিয়া বেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোমারত হোসেন প্রমুখ। পুলিশকে ফাঁসাতে চালকের অভিনয় নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১ আগস্ট ॥ হাইওয়ে পুলিশকে টাকা না দেয়ার ইস্যুতে গাড়িচালককে মারধর করার প্রকৃত ঘটনা অবশেষে ফাঁস হয়েছে। বুধবার সকালে গাড়িচালক ওয়াহিদুল আলমের (৩৫) একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে। এতে পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের এসআই ওমর ফারুক তাকে মারধর কিংবা টাকা চাননি। মূলত গাড়িতে অতিরিক্ত কাঠবোঝাই থাকায় পুলিশের ভয়ে সে অভিনয় করেছিল। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের নয়াহাট শাহ আমানত সিএনজি গ্যাস পাম্প এলাকায় হাইওয়ে পুলিশ গাড়িচালককে মারধর করার ঘটনার সূত্র ধরে গাড়িচালক প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে চিকিৎসা নিতে যায়। পুলিশকে ফঁাঁসাতে গিয়ে অভিনয় করে হাসপাতালে যাওয়ার বিষয়টি চমেকের কর্তব্যরত চিকিৎসক এক পর্যায়ে তাকে বের করে দিলে সে হেঁটে চলে যায়।
×