ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি নিয়ে পাল্টা অভিযোগ

প্রকাশিত: ০৬:৫৮, ২ আগস্ট ২০১৮

নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান প্রার্থীর ভরাডুবি নিয়ে পাল্টা অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ আগস্ট ॥ নেতাকর্মীদের অসহযোগিতার কারণে লালুয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চেয়ারম্যান তারিকুজ্জামান তারার পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন তারই ভাই কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক সৈয়দ শওকত হোসেন সানু। মঙ্গলবার রাতে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে লিখিত এক অভিযোগে তিনি দলীয় প্রার্থীকে দলের নেতৃবৃন্দের অসহযোগিতার বিশদ বর্ণনা দিয়ে এসব বলেছেন। ৭৭২ ভোট পেয়ে জামানত হারিয়ে মীর তারিকুজ্জামান তারা নিজেও উপস্থিত থেকে এমনতর অভিযোগ তোলেন। উভয় দাবি করেন উপজেলা আওয়ামী লীগের কয়েকজন এবং লালুয়া ইউনিয়নের দুই একজন দায়সারা গোছের কর্মকা- করেছেন। উল্টো প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির প্রচার চালিয়ে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তোলেন। এমনকি উপজেলা আওয়ামী লীগের এক নেতা নৌকা প্রতীকের পক্ষে প্রচার করেও শেষের দুই দিন তার আত্মীয় পাখা প্রতীকের প্রার্থীকে এক, দুই ও তিন নম্বর কেন্দ্রে ভোট দেয়ার জন্য উঠেপড়ে কাজ করেছেন বলে তাদের অভিযোগ। শওকত হোসেন সানু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আলহাজ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসানকেও প্রার্থীর পরাজয়ের জন্য দায়ী করেছেন। তবে ইউনিয়ন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী সমর্থক সরাসরি পাল্টা অভিযোগ করে দাবি করেন, চেয়ারম্যান তারিকুজ্জামান তারার সীমাহীন দুর্নীতির কারণে দলের কর্মী-সমর্থকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের টাকা উত্তোলনে প্রত্যয়নপত্র দেয়ার নামে তার ভাইদের এবং একটি চক্র মিলে মধ্যস্বত্বভোগী এসব করেছেন। আওয়ামী লীগের কোন নেতাকর্মীরা তার কবল থেকে রক্ষা পায়নি। আর এসব করেছেন তার বিএনপি নেতা এক ভাই। এমনকি লালুয়া বিএনপির সভাপতি মজিবর রহমান মেম্বারকে নিয়ে এই চক্র গঠন করেছেন চেয়ারম্যান তারিকুজ্জামান তারা। এ ঘটনা এলাকায় এমন কোন মানুষ নেই এসব জানে না।
×