ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ক্লাস্টন টেক্সটাইলে তালা

প্রকাশিত: ০৬:৫৮, ২ আগস্ট ২০১৮

রূপগঞ্জে ক্লাস্টন টেক্সটাইলে তালা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে চাঁদাবাজরা ক্লাস্টন এ্যাপারেলস এ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেড নামে একটি শিল্প কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে। তালা ঝুলানোর সময় বাধা দেয়ায় প্রতিষ্ঠানের দুই নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে আহত করেছে। বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিল্প প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহবুবুল আলম জানান, তিনি ক্লাস্টন এ্যাপারেলস এ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডে ম্যানেজার হিসেবে কাজ করে আসছেন। হাটিপাড়া এলাকার ফারুক হোসেন মাহবুবুল আলমের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন। ফারুকের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের কর্মচারীদের মারধর করাসহ হুমকি ধমকি প্রদান করে। গত ২৩ জুলাই ফারুক হোসেন কারখানাতে প্রবেশ করে কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। বুধবার দুপুরে ফারুক হোসেন, ইসমাইল, আরিফসহ অজ্ঞাত ৪/৫ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানাতে প্রবেশ করে কারখানার মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়। এইউবিতে বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ এইউবির অর্থনীতি বিভাগ অনার্স ২০তম ব্যাচের বিদায় অনুষ্ঠান ও নতুর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড. আবুল হাসান এম সাদেক। তিনি তার বক্তব্যে বিদায়ী ও নতুন শিক্ষার্থীদের মনে আশার বীজ বপন করেন। তিনি বলেন, কিভাবে একজন মানুষ নিজেকে লক্ষ্যপানে এগিয়ে নিতে পারে, কিভাবে মানুষের মতো মানুষ হওয়া যায়, নিজেকে তৈরি করা যায়। তিনি শিক্ষার্থীদের পাঠ্যসূচীর বাইরে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন। অর্থনীতি বিভাগের একজন শিক্ষক বলেন, ‘মানুষ তার স্বপ্নের চেয়েও বড়’। বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও নতুনদের ফুল দিয়ে বরণ করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও অর্থনীতি বিভাগের প্রধান ড. খলিলুর রহমান । মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। -বিজ্ঞপ্তি
×