ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প

চার সহস্রাধিক শিক্ষকের চাকরি নয়া প্রকল্পে ন্যস্ত করার দাবি

প্রকাশিত: ০৬:৫৮, ২ আগস্ট ২০১৮

চার সহস্রাধিক শিক্ষকের চাকরি নয়া প্রকল্পে ন্যস্ত করার দাবি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১ আগস্ট ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ৪ সহস্রাধিক মাঠ সংগঠক ও পাড়া কর্মীদের চাকরি নতুন প্রকল্পে বহাল রাখার দাবিতে কয়েক হাজার প্রাক প্রাথমিক শিক্ষক বুধবার রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন করেছেন। তিন পার্বত্য জেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ দাবি করেন তারা অনেক ত্যাগের বিনিময়ে তিন পার্বত্য জেলায় ৪ হাজার পাড়া কেন্দ্রের মাধ্য থেকে ছোট শিশুদের প্রাক প্রাথমিকের উপযোগী করে গড়ে তোলে। এই প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প নাম দিয়ে নতুন করে ওই প্রকল্প চালু করে। সেখানে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের ৪ সহস্রাধিক মাঠ সংগঠক ও পাড়া কর্মী এবং কর্মকর্তাদের চাকরি ন্যস্ত করার কথা থাকলে ও আবার নতুন করে নিয়োগ প্রাদানের কথা বলে তাদের হয়রানি করা হচ্ছে বলে জানায়। যশোরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঙালীর শোকের মাস আগস্ট। এই আগস্ট মাসজুড়েই যশোর জেলা আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচী নিয়েছে। তার অংশ হিসেবে বুধবার সকালে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর জহুর আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া পারভীন ডলি, দফতর সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।
×