ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহী নগরের হারানো সৌন্দর্য ফেরাতে চান লিটন

প্রকাশিত: ০৬:৫৭, ২ আগস্ট ২০১৮

রাজশাহী নগরের হারানো সৌন্দর্য ফেরাতে চান লিটন

মামুন-অর-রশিদ রাজশাহী ॥ রাজশাহীর নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, শুরুতেই তিনি নগরের হারানো সৌন্দর্য ফেরাতে মাঠে নামবেন। নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে চকচকে করা হবে। এরপর থেমে থাকা উন্নয়ন প্রকল্পের কাজ সচল করার পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সাংবাদিকদের লিটন তার এ ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। খায়রুজ্জামান লিটন বলেন, সিটি কর্পোরেশনের প্রকল্প নয়, অথচ সিটির নাগরিকদের প্রয়োজন এমন অনেক কাজ যেমন-শিশু হাসপাতাল, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা-কলকাতা ট্রেন চালুসহ ইত্যাদি বিষয়গুলোসহ অনেকগুলো কাজ করতে হবে। খায়রুজ্জামান লিটন বলেন, আমি অতীতে মেয়রের দায়িত্ব নেয়ার পর সাবেক মেয়রদের সহযোগিতা ও পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছিলাম। তার ধারাবাহিকতায় সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সহযোগিতা চাইব। তিনি যদি আসেন, অবশ্যই এক সঙ্গে উন্নত রাজশাহী গড়তে কাজ করব। এ সময় পাশে বসে থাকা নবনির্বাচিত মেয়র পতœী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেণী বলেন, নাগরিকদের চাহিদায় খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হয়েছেন। সহধর্মিণী হিসেবে তার কাজে সহযোগিতা করব।
×