ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএমবির জঙ্গী সিরিজ বোমা হামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৬, ২ আগস্ট ২০১৮

জেএমবির জঙ্গী সিরিজ বোমা হামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি এলাকায় কেফায়েতুর রহমান ওরফে নোমান (৩৫) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। সে ২০০৫ সালের সিরিজ বোমা হামলার পলাতক আসামি। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর র‌্যাব-১১ এর প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সে হোসাইন আহমেদ আজমী ছদ্মনামে রাজশাহী কাটাখালীর বাখরাজাদের জামিয়া উসমানীয়া হোসাইনাবাদ মাদ্রাসায় শিক্ষকতা করে আসছে। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০০৫ সালে সিরিজ বোমা হামলা মামলার অন্যতম আসামি। সে ২০০৫ সালের ১৭ আগস্ট নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমা-বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ওই ঘটনায় সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর পক্ষ থেকে বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়নের আহ্বান শিরোনামে ২২টি ছাপানো লিফলেট বোমা বিস্ফোরণ ঘটিয়ে জেএমবির আত্মপ্রকাশ করে। জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, তৎকালীন জেএমবির প্রধান শায়েখ মাওলানা আঃ রহমানের নির্দেশে তার অন্যান্য সহযোগীদের সঙ্গে নিয়ে উক্ত বোমা হামলায় অংশগ্রহণ করে। জেএমবির প্রধান শায়েখ মাওলানা আঃ রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ গ্রেফতারকৃত ও পলাতক জেএমবির অন্যদের সঙ্গে কেফায়েতুর রহমানের সরাসরি যোগাযোগ ছিল বলে জানা যায়।
×