ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদার আপীল শুনানি ৮ আগস্ট পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ০৬:৪৫, ২ আগস্ট ২০১৮

খালেদার আপীল শুনানি ৮ আগস্ট পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপীল শুনানিতে তার ২৫ আইনজীবী ওকালতনামা জমা দিয়েও উপস্থিত না থাকায় উষ্মা প্রকাশ করেছে আদালত। এ মামলার কারণে অন্যান্য মামলা কার্যতালিকায় আনা সম্ভব না হওয়ায় বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছে অসন্তুষ্ট আদালত। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই শুনানির দিন ছিল। আদালত পরে আগামী ৮ আগস্ট পর্যন্ত শুনানি মুলতবি করে। আদালতে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
×