ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৪৪, ২ আগস্ট ২০১৮

প্রতিবাদ

গত ৩০ জুলাই দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ‘জালিয়াতির মাধ্যমে মেয়াদ উত্তীর্ণ রোসাইলাক-৩০০ বাজারজাত’ শীর্ষক প্রতিবেদনটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নলিখিত বক্তব্য প্রদান করেছে। এতে বলা হয়, ‘মেসার্স ইন্টারন্যাশনাল এজেন্সীজ (বিডি.) লিমিটেড বিগত ৪১ বছর সুনামের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকারের জীবনরক্ষাকারী ওষুধ সংশ্লিষ্ট ওষুধ প্রশাসন অধিদফতরের যথাযথ নিবন্ধন ও অনুমোদন সাপেক্ষে আমদানি, বিক্রি ও বাজারজাত করে আসছে। এই প্রতিষ্ঠান আমদানিকৃত আলোচ্য ওষুধÑ যার প্রস্তুতকারক বহুজাতিক কোম্পানি ঈঝখ ইবযৎরহম অএ, ঝরিঃুবৎষধহফ। এই জীবনরক্ষাকারী ওষুধ সম্পর্কে যে প্রতিবেদনটি দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে প্রকাশিত তথ্যমতে, ওষুধটি ২২.৬.২০১২ সালে প্রস্তুতকৃত এবং ৩০.১০.২০১৭ সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। প্রকৃত ঘটনা ওষুধটি উৎপাদন তারিখ ৩০.০১.২০১৮ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ ৩১.১২.২০২০। যেহেতু ওষুধটির মেয়াদ উত্তীর্ণের তারিখ ৩০.১২.২০২০ সেহেতু ওষুধটির মেয়াদ উত্তীর্ণেরও কোন কারণ নেই। এমনকি ঘষামাজারও কোন যৌক্তিক কারণ থাকতে পারে না। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে প্রতিবেদকের কথোকপকথনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা সত্য নয়।
×