ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নগরবন্ধু হয়ে নগরবাসীর সেবা করতে চাই ॥ সাদিক

প্রকাশিত: ০৬:৪৪, ২ আগস্ট ২০১৮

নগরবন্ধু হয়ে নগরবাসীর সেবা করতে চাই ॥ সাদিক

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ নবনির্বাচিত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমি নগরপিতা নয় আমি নগরবন্ধু হয়ে নগরবাসীর সেবা করতে চাই। আজকের এ বিজয় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ বিজয় নৌকার বিজয়। যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য যারা সহায়তা করেছেন তাদের কাছে আমি চিরঋণী। বুধবার সকালে নগরীর ফকিরবাড়ি রোডের বাসভবনে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহ জনকণ্ঠকে বলেন, আজকের এইদিনে আমি গভীরভাবে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগস্টের সকল শহীদদের। এ সময় সাদিক বলেন, আমি নির্বাচনের আগে কোন লিখিত ইশতেহার দেইনি, তবে এখন আমি কি করব সেটার উত্তর হলো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আগে যদি বলেই ফেলি তবে তা আষাঢ়ের গল্প হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে যে কাজ করেছেন, তা আমাদের চাওয়ার আগে করেছেন। ভবিষ্যতেও যা দেয়ার তা তিনি নিজে থেকেই আমাদের দিবেন। সাদিক আব্দুল্লাহ বলেন, আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নানান কথা বলেছি, উন্নয়নের কথা বলেছি। তবে সবার আগে যারা এই শহরের বঞ্চিত নাগরিক আছেন, যারা এই শহরে থেকেও শহরের সুবিধা পাচ্ছেন না, তাদের নিয়ে কাজ করতে চাই। বরিশালের বর্ধিত এলাকার মানুষ এবং শহরের ৮-১০টি কলোনির মানুষের জীবন-মানের উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করতে চাই। এছাড়া নগরীর নাগরিকদের যে সুবিধা থাকা প্রয়োজন তা নিশ্চিতকরণ, নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, সুয়ারেজ লাইনের উন্নয়ন ও ব্যবস্থা করা, নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করার কাজগুলো আগে করতে চাই। এরপর নগরীর উন্নয়নে যেসব কাজ করা হবে সেগুলো ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী করা হবে। আমি চাই প্রাচ্যের ভেনিসখ্যাত বরিশাল আগের অবস্থানে ফিরিয়ে আনতে। নবনির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বরিশাল নগরবাসীর চাওয়া-পাওয়া পূরণ করতে। প্রতিটি মানুষের অধিকার বা জায়গা আমার কাছে সমান থাকবে। আমি একজন সেবক হয়ে কাজ করতে চাই। বরিশালে রাজনৈতিক সহবস্থান রয়েছে উল্লেখ করে সাদিক আব্দুল্লাহ বলেন, আমি সেটা বজায় রাখব এবং যেহেতু এই শহরের মানুষই আমাকে নির্বাচিত করেছে সেখানে দল-মত নির্বিশেষে সকলের জন্য আমি কাজ করব। আমার কাছে সকল মানুষের প্রাধান্য থাকবে।
×