ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কানাডা থেকে তিনটি ড্যাশ ৮ বিমান কেনা হচ্ছে ॥ চুক্তি সই

প্রকাশিত: ০৬:৪৪, ২ আগস্ট ২০১৮

কানাডা থেকে তিনটি ড্যাশ ৮ বিমান কেনা হচ্ছে ॥ চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ কানাডার কাছ থেকে তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ এবং কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ল মার্ককোট এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। এ সময় বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল, বিমান ও পর্যটন সচিব মহিবুল হক, বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারী, ঢাকায় কানাডিয়ান রাষ্ট্রদূত বেনওয়া প্রেফন্টেন ও বোম্বারডিয়ার-এর রিজিওনাল ডিরেক্টর রব বার্ডকিন এ সময় উপস্থিত ছিলেন। উড়োজাহাজ তিনটি আগামী ২০২০ সালের মার্চ, মে এবং জুনে হস্তান্তরের কথা রয়েছে। ২০১৬ সালের ১৫ নবেম্বর সরকারী ক্রয়কমিটিতে এ ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়। উড়োজাহাজ তিনটি জিটুজি (গবর্মেন্ট টু গবর্মেন্ট) পদ্ধতিতে কেনা হচ্ছে। ৭০ আসনের দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বো প্রপ প্রতিটি উড়োজাহাজের দাম পড়বে ৩১.৩ মিলিয়ন মার্কিন ডলার। এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন এম মোসাদ্দিক আহমেদ বলেন, আমরা প্রয়োজনের তাগিদ থেকেই উড়োজাহাজ কিনছি। বিমানের অভ্যন্তরীণ রুটের গুরুত্ব দিতেই এই তিনটি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে। নতুন তিনটি উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটের সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে। বর্তমানে বিমান এই দুটি উড়োজাহাজ দিয়ে সাতটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা ছাড়াও কলকাতা ও কাঠমা- রুটের যাত্রী পরিবহনে এই উড়োজাহাজ ব্যবহৃত হয়। এগুলো লিজে নেয়া। এগুলো ফিরে যাবে নতুনগুলো আসার পর।
×