ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত ছাত্রলীগ নেতাদের সাক্ষাত

প্রকাশিত: ০৬:৪৩, ২ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত ছাত্রলীগ নেতাদের সাক্ষাত

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের মূলনীতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ‘ছাত্রলীগের যে মূল নীতি, সেই নীতি ধরে এগুতে হবে। শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার আলোক বর্তিতা হাতে নিয়ে শান্তির পথে প্রগতির দিকে এগিয়ে যেতে হবে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা বুধবার দুপুরে গণভবনে ছাত্রলীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় ছাত্রলীগের ছেলেমেয়েদের মন দিয়ে পড়ালেখা করার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের ছেলেমেয়েদের আমি বলব, মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বিজ্ঞান-প্রযুক্তি, আমাদের সংস্কৃতি, সাহিত্য সব কিছুই পড়তে হবে।’ ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, বাড়িতে গেলে আশপাশে কেউ যদি নিরক্ষর থাকে তাকে অক্ষরজ্ঞান দিতে হবে। ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও উপস্থিত ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতার সঙ্গে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হƒদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন করেন। গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
×