ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এডিপি বাস্তবায়নে নানামুখী তৎপরতা

প্রকাশিত: ০৬:৪২, ২ আগস্ট ২০১৮

এডিপি বাস্তবায়নে নানামুখী তৎপরতা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জের সঙ্গে যোগ হয় নির্বাচনী বছরের উত্তাপ। যদিও এ খাতে বাস্তবায়ন বেশি দেখানোর লক্ষ্যে সচেষ্ট ছিল আগের সবসরকারই। ফলে নির্বাচনের বছরগুলোতেই বেশি হয়েছে সরকারের উন্নয়ন কর্মকা-। যাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। দেশের বাজেটের বড় অংশইজুড়ে খাতে উন্নয়ন কর্মকা- বা এডিপি। সবসময় তাই এ খাতে বরাদ্দ কিংবা ঠিকঠাক বাস্তবায়নে বাড়তি নজরও থাকে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের বছরে থাকে নানামুখী রাজনৈতিক তৎপরতা। যার প্রভাব পড়তে পারে সরকারের উন্নয়ন কর্মকা-ে। যদিও পরিকল্পনা কমিশন বলছে, নানামুখী জটিলতা থাকলেও নির্বাচনী বছরেই বরং ভারি হয় এডিপির ব্যয়ের খাতা। ইতিহাস বলছে, গেল ১০টি নির্বাচনের কেবল একবার বাস্তবায়নের হার ৬০ শতাংশের নিচে, ১৯৭৩ সালে। আর শতভাগ বাস্তবায়ন হয়েছে আরও তিনবার ১৯৭৯, ১৯৮৮ আর ১৯৯৬ সালের নির্বাচনের বছরে। অনিয়ম, দুর্নীতির কারণে উন্নয়ন কাজের গুণগত মান আর কাজের ধীরগতি নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। তবে সবকিছু ছাপিয়ে নির্বাচনের বছরে সব সরকারই বাড়ায় এডিপির আকার, চেষ্টা থাকে বাস্তবায়ন বেশি দেখানোরও। যদিও এডিপি বাস্তবায়নের বাড়তি চ্যালেঞ্জ সহজভাবেই উৎরে গেছে আগের সব সরকার। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অবশ্য বলছেন, সরকারের সকল উদ্যোগই জনগণের কল্যাণে। নির্বাচনের বছরে তাই এর পরিমাণ আরও বাড়তে পারে। মন্ত্রী জানান, এডিপি বাস্তবায়নে দক্ষতা বাড়াতে নানামুখী উদ্যোগ নিচ্ছে সরকার।
×