ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যাকুরিয়াম থেকে হাঙ্গর চুরি

প্রকাশিত: ০৬:৩৬, ২ আগস্ট ২০১৮

এ্যাকুরিয়াম থেকে হাঙ্গর চুরি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান এ্যান্টোনিও এ্যাকুরিয়াম থেকে ছোট একটি হর্ন হাঙ্গর চুরি করে পালিয়ে যাওয়ার পর পুলিশ এক চোরকে ধরতে সক্ষম হয়েছে। এই প্রজাতির হাঙ্গর তিন ফিট (এক মিটার) লম্বা হয়। হাঙ্গরটিকে একটি শিশুর গাড়ির মধ্যে নিয়ে পালিয়েছিল তিন চোর। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এ্যাকুরিয়ামে রাখা হাঙ্গরটিকে চোরেরা কৌশলে চুরি করে নিয়ে যাচ্ছে। একটি বালতিতে করে সরিয়ে নেয়া হয়। হাঙ্গরটিকেও উদ্ধার করেছে পুলিশ-এএফপি ফ্রায়েড চিকেন বিশেষজ্ঞ দক্ষিণ কোরিয়ায় ফ্রায়েড চিকেন স্বাদ বিশেষজ্ঞ হতে প্রায় পাঁচ লাখ ৭০ হাজার লোক নিবন্ধন করেছে। পরীক্ষা ৩০ নম্বরের লিখিত, পাঁচটি লিসেনিং এ্যাসেসমেন্ট এবং ব্যবহারিক ১০ নম্বরের হয়ে থাকে। সনদ দেয়া হবে শিমোলিয়া হিসেবে। এটি আসলে চিকেন ও ওয়াইন বিশেষজ্ঞের সমন্বিত একটি নাম। লিসেনিং এ্যাসেসমেন্ট পরীক্ষায় তেলে ভাজার শব্দ শুনে বলতে হয় কয়টি চিকেন উইংস ভাজা হয়েছে –বিবিসি
×