ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

প্রকাশিত: ০৬:৩৬, ২ আগস্ট ২০১৮

ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকের যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা ট্রাম্পের প্রস্তাবকে ‘মূল্যহীন’ ও ‘অলীক কল্পনা’ অ্যাখ্যা দিয়েছেন। তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রশাসনের সাম্প্রতিক তৎপরতা এবং ট্রাম্পের প্রস্তাব, একে অপরকে খারিজ করছে বলেও মন্তব্য ইরানী কর্মকর্তাদের। ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়াকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে রুহানিও বলেছেন, ইরানের তেল রফতানিতে বাধা দিতে ওয়াশিংটনের নতুন প্রচারণা সত্ত্বেও সহজে হাল ছাড়বে না তেহরান।পারমাণবিক কর্মসূচীতে লাগাম টানার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার শর্তে তিন বছর আগে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব এ্যাকশান (জেসিপিওএ) স্বাক্ষর করেছিল ইরান। -ওয়েবসাইট
×