ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনা পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:৩৬, ২ আগস্ট ২০১৮

চীনা পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলারের (১৫ হাজার ২শ’ কোটি পাউন্ড) চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র এর আগে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে যে আভাস দিয়েছিল তার চেয়ে অনেক বেশি এ বিবেচনাধীন শুল্ক আরোপের পরিমাণ। খবর বিবিসি অনলাইনের। সূত্র মার্কিন মিডিয়াকে জানায়, পরিকল্পনাটি যতদূর সম্ভব বুধবার ঘোষণা করার কথা। কিন্তু শুল্ক বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত করা হয়নি। এ উদ্যোগ গ্রহণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকছে। দুটি দেশ এর মধ্যেই এক বাণিজ্য যুদ্ধে জড়িত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরের মধ্যে যে ২০ হাজার কোটি ডলার মূল্যের অতিরিক্ত পণ্যের ওপর কর বসানোর সিদ্ধান্ত নেয় সেগুলোর একটি তালিকা প্রকাশ করেছিল জুলাইয়ে। ওই তালিকায় খাদ্য পণ্য, খনিজ ও হাত ব্যাগের মতো ভোগ্য পণ্যসহ ৬ হাজারের বেশি পণ্যের নাম রয়েছে। যুক্তরাষ্ট্র এখন ৩ হাজার ৪শ’ কোটি ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর কথা বলে একটা বাণিজ্য যুদ্ধের সূচনা করল এবং চীন একই ধরনের পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বলেছেন, তিনি সকল ৫০ হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক বসাবেন। ইন্টেলেকচুয়াল কপিরাইট চুরির জন্য চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের এবং দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি হ্রাস করতে চেয়েছে। কিন্তু এ বাণিজ্য বিরোধকে দুই বৃহৎ শক্তির মধ্যে এক ব্যাপক প্রতিযোগিতার অংশ হিসেবেও দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার এশিয়ায় ১১ কোটি ৩০ লাখ ডলার ব্যয়ের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। এ উদ্যোগকে এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা ব্যবস্থা বলে ব্যাপকভাবে মনে করা হচ্ছে।
×