ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনআরসি থেকে বাদ পড়াদের সম্পর্কে ভারতের প্রধান নির্বাচন কমিশনার

তারা ভোটার থাকবেন

প্রকাশিত: ০৬:৩৫, ২ আগস্ট ২০১৮

তারা ভোটার থাকবেন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার ও পি রাওয়াত বলেছেন, জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) থেকে নাম বাদ পড়ার অর্থ এই নয় তারা ভোট দিতে পারবেন না। এনআরসি তালিকা প্রকাশের একদিন পর তিনি এ কথা বলেছেন। আগামী বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে অসম রাজ্যে কারা ভোট দিতে পারবে, বা পারবে না তাই নিয়ে নির্বাচন কমিশন এখন পরিকল্পনা তৈরির কাজে ব্যস্ত রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস। অসমে সোমবার প্রকাশিত জাতীয় নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়ে ৪০ লাখ লোকের নাম। ৩ কোটি ২৯ লাখের মধ্যে ২ কোটি ৯০ লাখ নাগরিকত্ব প্রমাণ করতে পারে। যারা পারেনি তাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে দেখান হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাওয়াত বলেন, এনআরসি তালিকায় নাম না থাকার অর্থ এই নয় যে ভোটার তালিকা থেকেও আপনা থেকে নাম বাদ যাবে। তিনি বলেন, নির্বাচন কমিশন পৃথক আইনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তিনি আরও বলেন, আগামী বছর অসমে লোকসভা নির্বাচনের পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে নির্বাচন কমিশন তার তিনটি বিকল্প নিয়ে কাজ করছে। রাওয়াত, বলেন এনআরসিতে নাম না থাকলেও ভারতের নাগরিক হিসেবে একজন ব্যক্তি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এক্ষেত্রে তাকে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (ইধারও) কাছে প্রমাণ করতে হবে তিনি একজন ভারতের নাগরিক, ২০১৯ সালের ১ জানুয়ারি তার বয়স অন্তত ১৮ বছর ছিল। লোকসভার যে আসনের প্রার্থীকে তিনি ভোট দিতে ইচ্ছুক তিনি ওই এলাকার একজন সাধারণ বাসিন্দা। রাওয়াত আরও জানান, যাদের নাম এনআরসিতে উঠেছে, যাদের নাম ওঠেনি কিন্তু বিষয়টি পুনর্মূল্যায়নের আবেদন করেছে এবং যাদের নাম তালিকায়ও ওঠেনি এবং তা নিয়ে কোন আদালতের দ্বারস্থ হয়নি, এই তিন ধরনের বাসিন্দাদের জন্য নির্বাচন কমিশন তিনটি বিকল্প নিয়ে কাজ করছে বলে রাওয়াত জানান। এনআরসি তালিকা থেকে নাম বাদ পড়ার অর্থ একজন ব্যক্তির ভারতীয় নাগরিকত্বের বিষয়টি প্রশ্নের মধ্যে পড়ে যাওয়া, এ অবস্থায় তিনি কিভাবে ভোট দেবেন এরকম প্রশ্নের উত্তরে রাওয়াত বলেন, ‘ধরুন আমি অসমে নিয়োগপ্রাপ্ত, কিন্তু আমি বেড়ে উঠেছি মধ্যপ্রদশে। অসমের নাগরিক তালিকায় আমার নাম নেই, এক্ষেত্রে আপনি কি আমাকে বলতে পারেন যে আমি ভারতের নাগরিক নই ? না আপনি সেটি বলতে পারেন না।’ নির্বাচন কমিশন অসমের প্রধান নির্বাচন কর্মকর্তাকে রাজ্য এনআরসি সমম্বয়ক প্রতীক হাজেলার সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। অসমে নির্বাচন বিষয়ে দ্রুত সংক্ষিপ্ত ও সমন্বি^ত সার সংক্ষেপ তৈরির লক্ষ্যে এ নির্দেশ দেয়া হয়েছে। কমিশনের রাজ্য ইলেক্টোরাল রোল আগামী বছর ৪ জানুয়ারি প্রকাশ করা হবে। এর আগে চলতি বছরের মধ্যেই এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। কমিশন আশা করছে এক সপ্তাহের মধ্যেই প্রধান নির্বাচন কর্মকর্তার কাছ থেকে প্রাথমিক প্রতিবেদনটি পাওয়া যাবে। এদিকে অসমের জাতীয় নাগরিক তালিকা থেকে ৪০ লাখ লোক বাদ কারণ সরকারীভাবে জানান হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিন বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী প্রস্তুত রাখা হয়। দেশটির ইলেকশন কমিশন যাদের সন্দেহজনক ভোটার হিসেবে চিহ্নিত করেছে এবং যারা কোন এক সময় বিদেশী, উপজাতি বা তাদের বংশধর হিসেবে পরিচিতি পেয়েছে তাদের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম। সন্দেহজনক ভোটার ও তাদের বংশধরদের ভোটের অধিকার ইতোমধ্যেই স্থগিত করা হয়েছে।
×