ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এম. এইচ. উল্লাহ

স্বল্প বৃষ্টিতেই জনদুর্দশা

প্রকাশিত: ০৬:৩২, ২ আগস্ট ২০১৮

স্বল্প বৃষ্টিতেই জনদুর্দশা

ষড় ঋতুর এই দেশে বর্ষা মৌসুমটাই বেশি দুর্ভোগের- বিশেষ করে রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম নদীবন্দর ও অন্য শহরগুলিতে। সামান্য বৃষ্টিপাতেই এসব শহরের প্রধান প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। নগরবাসীদের জন্য ডেকে আনে সীমাহীন দুর্ভোগ। বর্ষাকালে বৃষ্টির পরিমাণ বাড়লে সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হন শিশু, বৃদ্ধ-বৃদ্ধা ও মহিলারা। রাস্তাঘাট যেহেতু ডুবে যায় তাই এরা অনায়াসে খানা-খন্দে দুর্ঘটনার শিকার হন। ঢাকায় সরকারী জমিতে যেসব খাল ছিল তার অনেকগুলোই এখন ভরাট হয়ে গেছে- আর সেগুলো জবর দখলকারীদের দখলে চলে গেছে। ঐ খালগুলো ভরাট করে দখলকারীরা বাড়িঘর নির্মাণ করেছে আর সেখানে দোকানপাট বসিয়ে রীতিমতো ব্যবসা করে যাচ্ছে। ফলে বর্ষাকালে সামান্য বৃষ্টিপাত হলেই নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এর প্রধান প্রধান সড়ক ও অন্যান্য সব সড়কই পানির নিচে তলিয়ে যায়। রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে রাস্তাঘাট বর্ষার জলাবদ্ধতা থেকে রক্ষা করতে হলে পরিকল্পিত ও শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নিতে হবে। হলান্ডের মতো দেশ যার এক-তৃতীয়াংশ সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করা হয়েছে সেখানেও জলাবদ্ধতা নেই, এর প্রধান কারণ পানি নিষ্কাশনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতালির ভ্যানিস শহরের একটি বিরাট অংশ পানির মধ্যে রয়েছে, সেখানকার মানুষ নৌকায় চলাফেরা করে। তাদের যোগাযোগ ব্যবস্থা তাদের সুবিধামতো গড়ে তোলা হয়েছে। আমাদের শহরগুলোর জলাবদ্ধতা দূর করতে হলে আধুনিক উন্নত ব্যবস্থা অবলম্বন করে জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে হবে। শহর রক্ষাবাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সম্পূর্ণভাবে দূর করা যাবে কিনা সেটাও ভালভাবে খতিয়ে দেখতে হবে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহরে বর্ষায় জনদুর্ভোগ কমাতে সকল মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। পানি নিষ্কাশনের জন্য খাল, নালা, নর্দমাগুলো খনন কিংবা পুনর্খনন করতে হবে যাতে অনায়াসে পানি প্রবাহিত হয় আর যাতে অল্প বৃষ্টিতে এগুলো ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি না হয়। এই কাজে সরকারের প্রশাসন থেকে শুরু করে সকলেরই একান্ত সহযোগিতা প্রয়োজন। এই কাজে গণসচেতনতার কোন বিকল্প নেই, তাই শুধু সরকারী প্রশাসন আর সরকারের বিভিন্ন সংস্থার ওপরে নির্ভর করে চলবে না, বর্ষার জলাবদ্ধতার কারণে নগরীতে জনদুর্ভোগ কমাতে সকলেরই সমন্বিত প্রচেষ্টা ও সহযোগীতা একান্ত প্রয়োজন। লেক সার্কাস, কলাবাগান, ঢাকা থেকে
×