ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই বাসের নিবন্ধন ও রুট পারমিট বাতিল

প্রকাশিত: ০৬:১২, ২ আগস্ট ২০১৮

দুই বাসের নিবন্ধন ও রুট পারমিট বাতিল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের দুটি বাসের নিবন্ধন ও রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটির চেয়ারম্যান মশিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে বাস দুটির রুট পারমিট ও নিবন্ধন বাতিল করা হয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে বুধবার সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু হয়েছে। গত রবিবার দুপুরে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে পড়ে। এতে দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন আহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একই কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম (১৬)। সেদিন ওই দুর্ঘটনার পর জাবালে নূরের বাস দুটিসহ কয়েক ডজন যানবাহনে ভাংচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর গাড়ির চালক ও দুই সহকারীকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর ১০ নম্বর কার্যালয় সূত্রে জানা যায়, দুটি বাসের একটির (ঢাকা মেট্রো ব ১১-৭৬৫৭) ফিটনেসের মেয়াদ দুই বছর আগে শেষ হয়। আর ট্যাক্স টোকেনের মেয়াদও এখন নেই। অন্য বাসটিরও কোন রুট পারমিট নেই। ঢাকা মেট্রো ব ১১-৭৬৫৭ নম্বরের বাসটির মালিক জাহাঙ্গীর আলম বলে জানা গেছে। অন্য বাসটির মালিকের নাম জানা যায়নি। একটি ব্যাংকের অর্থায়নে বাসটি কেনা হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরিবহনের মালিক ও শ্রমিকরা জানান, আগারগাঁও, মিরপুর ১০, কালশী, বিশ্বরোড, এয়ারপোর্ট, উত্তরা ও আবদুল্লাহপুর রুটে জাবালে নূর পরিবহনের একক আধিপত্য। রুটে কোম্পানির ৫০টির মতো বাস চলছে। বাস মালিক সমিতির বিভিন্ন বৈঠকে এই পরিবহনের চালকদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও বাস মালিকের সঙ্গে উচ্চ পর্যায়ে সখ্য থাকায় কেউ কিছু বলে না। দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর সোমবার জাবালে নূর পরিবহনের কোন বাস রাস্তায় চলেনি। তবে ওই ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ-বিক্ষোভ করছে। বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
×