ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাবালে নূর বাস চালকের দুর্ঘটনার দায় স্বীকার

প্রকাশিত: ০৬:১১, ২ আগস্ট ২০১৮

জাবালে নূর বাস চালকের দুর্ঘটনার দায় স্বীকার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় কথা স্বীকার করেছেন জাবালে নূর পরিবহনের চালক মাসুম বিল্লাহ। একই সঙ্গে তিনি দায় স্বীকার করে বলেছেন বাস চালানোর উপযুক্ত লাইসেন্সও তার ছিল না। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেছেন, বাস চালক মাসুম বিল্লাহ হত্যার দায় স্বীকার করেছেন। তার ড্রাইভিং লাইসেন্স পর্যালোচনা করে দেখা যায় তার কাছে রয়েছে হালকা গাড়ি চালানোর লাইসেন্স। যা দিয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালানো যায়। তবে বাস চালানোর জন্য কোনভাবেই উপযুক্ত নয়। বুধবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। রিমান্ড আবেদনে বলা হয়, মাসুম বিল্লাহ বলেছেন তিনি ইচ্ছেকৃতভাবে ওই দুই শিক্ষার্থীর ওপর বাস উঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে আর কে জড়িত, তা শনাক্ত করতে তাকে রিমান্ডে নেয়া প্রয়োজন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এইচ এম তোয়াহা এ রিমান্ড মঞ্জুর করেন। গত রবিবার দুপুরে কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাস রেষারেষি করতে গিয়ে একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর তুলে দেয়। এতে দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন আহত হয়। নিহত দুই শিক্ষার্থী হলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র আবদুল করিম ওরফে রাজীব (১৭) এবং একাদশ শ্রেণীর ছাত্রী দিয়া খানম (১৬)। সেদিন ওই দুর্ঘটনার পর জাবালে নূরের বাস দুটিসহ কয়েক ডজন যানবাহনে ভাংচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হওয়ার পর গাড়ি চালক ও দুই সহকারীকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। পরে মামলাটি ক্যান্টনমেন্ট থানা থেকে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়। ঘটনার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ-বিক্ষোভ করছে। বুধবার চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
×