ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রীদের চিহ্নিত করতে জাতীয় কমিশন দাবি

প্রকাশিত: ০৬:০৯, ২ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রীদের চিহ্নিত করতে জাতীয় কমিশন দাবি

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং মহাষড়যন্ত্রে অংশ নেয়া ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা লেখক সাংবাদিকসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বুধবার বিচারপতি আবুসাদাত মোহাম্মদ সায়েম রচিত ‘বঙ্গভবনের শেষ দিনগুলি’ গ্রন্থ নিয়ে আয়োজিত আলোচনায় এ দাবি তোলা হয়। শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিচিত্রা। বঙ্গবন্ধুর বই নিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীর প্রথম দিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক অজয় দাশগুপ্ত। সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। ইতিহাসের সত্য উদঘাটনের উপর জোর দিয়ে বক্তারা বলেন, জিয়াউর রহমান ও তার কয়েকজন সহযোগী যেসব চক্রান্ত করেছেন বিচারপতি সায়েমের গ্রন্থে তার কিছু চিত্র মেলে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকা-ের মধ্য দিয়ে যারা বাংলাদেশেকে পাকিস্তানে পরিণত করতে চেয়েছে, আর্থ-সামাজিক অগ্রযাত্রা ব্যাহত করতে চেয়েছে, এর পেছনে যারা কলকাঠি নেড়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে।
×